ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বরিশালে ধর্ষণ মামলার আসামি ঢাকায় গ্রেফতার

প্রকাশিত: ১০:৩৩, ১১ মে ২০১৯

 বরিশালে ধর্ষণ মামলার  আসামি  ঢাকায় গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ গণধর্ষণ মামলার আসামি তুরাগ পরিবহনের চালক মানিককে ঢাকার মুগদা থেকে গ্রেফতার করেছে বরিশাল র‌্যাব-৮’র সদস্যরা। শুক্রবার বেলা ১১টায় নগরীর রূপাতলীর র‌্যাব-৮’র হেডকোয়ার্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের মাধ্যমে বিভিন্ন তথ্য তুলে ধরেন র‌্যাবের উপ-অধিনায়ক মেজর সজিবুল ইসলাম খান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ২৭ এপ্রিল রাত আটটার দিকে ভিকটিম (৩২) তার চাচা ও চাচাত ভাইকে নিয়ে মোটরসাইকেলযোগে মহেশপুরের উদ্দেশে রওয়ানা দেয়। রাত আটটা ২০ মিনিটের দিকে বেতাগী থানাধীন বিবিচিনি স্কুল এ্যান্ড কলেজের দক্ষিণ পার্শ্বে পৌঁছলে মানিক (৩৫) ও আলমগীর হোসেন তাদের গতিরোধ করে ভিকটিমের চাচা ও চাচাত ভাইকে মারধর করে গুরুতর আহত করে। একপর্যায়ে আসামি মানিক ও আলমগীর ভিকটিমকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে বেতাগী থানার পুটিয়াখালী স্লুইসগেট নামকস্থানের একটি বাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের চাচাত ভাই বাদী হয়ে গত ১ মে বেতাগী থানায় মামলা দায়ের করেন। বিষয়টি ব্যাপকভাবে মিডিয়ায় প্রচার পেলে র‌্যাব-৮ ঘটনাটি ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে বৃহস্পতিবার রাত নয়টার দিকে আসামি মোঃ মানিককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মানিক ঢাকায় তুরাগ পরিবহনের চালক ছিলেন। ঘটনার পরপরই সে এলাকা ছেড়ে আত্মগোপন করে। শুক্রবার বিকেলে গ্রেফতারকৃতকে বেতাগী থানায় সোপর্দ করা হয়েছে।
×