ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে দশ মামলার আসামি নিহত

প্রকাশিত: ১০:৩৩, ১১ মে ২০১৯

 পুলিশের সঙ্গে গুলি  বিনিময়ে দশ  মামলার আসামি  নিহত

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ জেলার বাঘায় দুই দল মাদক বিক্রেতার ‘গোলাগুলিতে’ একজন নিহত হয়েছে বলে পুলিশ দাবি করেছে। মাদক ‘ব্যবসা’ নিয়ে বিরোধের জের ধরে দুই দলের মধ্যে ‘গোলাগুলির’ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামের রহমানের মোড়ের আমবাগানে এই গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের নাম জিয়ারুল ইসলাম ওরফে কালু (৩৮)। সে রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। পুলিশের ভাষ্য, জিয়ারুল ইসলাম ওরফে কালু চিহ্নিত মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে বাঘা থানায় ১টি অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অপরাধে ১০টি মামলা রয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
×