ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুলিশের ভয়ে টিনের চালা থেকে পড়ে আহত আওয়ামী লীগ কর্মীর মৃত্যু

প্রকাশিত: ১০:৩২, ১১ মে ২০১৯

  পুলিশের ভয়ে টিনের চালা থেকে পড়ে আহত আওয়ামী লীগ কর্মীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও ময়মনসিংহ, ১০ মে ॥ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাকাটি গ্রামে পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে লিটন মিয়া (৩০) নামে এক আওয়ামী লীগ কর্মী আহত হন। আহত লিটন মিয়া মৃত্যুর সঙ্গে ১৭ দিন পাঞ্জা লড়ে বৃহস্পতিবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন মারা যায়। গফরগাঁও থানা পুলিশের দাবি, কামরুজ্জামান ওরফে লিটনের নামে একটি সিআর মামলার গ্রেফতারি পরোয়ানামূলে তাকে গ্রেফতার করতে তার বাড়িতে অভিযান চালায়। এ সময় সে টিনের চালা থেকে পড়ে গুরুতর আহত হয় । লিটনের পরিবারের দাবি, লিটনের পিতা মইজউদ্দিনের নামের সঙ্গে একটি মামলার আসামি কামরুজ্জামানের পিতা মইজউদ্দিনের নামের মিল থাকায় নিরপরাধ লিটন মিয়াকে পুলিশ গ্রেফতার করতে গভীর রাতে লিটন মিয়ার বাড়িতে আসে। এ সময় পুলিশের নির্যাতনে লিটন মিয়া গুরুতর আহত হয়। এলাকাবাসী ও লিটন মিয়ার পরিবার সূত্রে জানা গেছে, গত ২৪ এপ্রিল (মঙ্গলবার) রাত আনুমানিক একটার দিকে গফরগাঁও থানার ওসি আব্দুল আহাদ খান ইমার্জেন্সি অফিসার এসআই রুবেল, ওয়ারেন্ট তলবের দায়িত্বপ্রাপ্ত অফিসার এএসআই সুখময় দত্ত, এসআই নূর শাহীনের নেতৃত্বে ৮/১০ পুলিশ লিটনের বাড়ির পাশে পাকাটি বাজারে আসে। পাকাটি বাজারের ব্যবসায়ী ও ওইদিনের বাজার পাহারাদার আল আমিন (৩৮) ও বাচ্চু মিয়ার কাছে কামরুজ্জামান পিতা মইজউদ্দিনকে খোঁজ করে। আল আমিন ও বাচ্চু মিয়া পুলিশকে সঠিক তথ্য দিতে পারেনি।
×