ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইসিসিতে অভিযুক্ত দুই শ্রীলঙ্কান ক্রিকেটার

প্রকাশিত: ১০:২৬, ১১ মে ২০১৯

 আইসিসিতে অভিযুক্ত দুই শ্রীলঙ্কান ক্রিকেটার

স্পোর্টস রিপোর্টার ॥ আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) এন্টি করাপশন কোড ভঙ্গ করায় দুই সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার নুয়ান জয়সা এবং অভিষকা গুনাবর্ধনেকে ৬টি ভিন্ন ধারায় অভিযুক্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। গত বছরের ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে হওয়া টি-টেন লীগ চলাকালীন আমিরাত ক্রিকেট বোর্ডের নিয়ম অমান্য করেন জয়সা এবং গুনাবর্ধনে। ইসিবির ৪টি ধারা ভঙ্গ করেন জয়সা, গুনাবর্ধনের বিরুদ্ধে রয়েছে ২টি ধারা ভঙ্গের অভিযোগ। জয়সার অভিযোগগুলো হলো- আর্টিকেল ২.১.১, আর্টিকেল ২.১.৪, আর্টিকেল ২.৪.৪ এবং আর্টিকেল ২.৪.৬ এর আইন ভঙ্গের। অন্যদিকে গুনাবর্ধনে অমান্য করেন আর্টিকেল ২.১.৪ এবং আর্টিকেল ২.৪.৫ এর আইন। এসব অভিযোগের বিপক্ষে আত্মপক্ষ সমর্থনের জন্য ১৪ দিন সময় পাবেন এ দুই সাবেক লঙ্কান এবং তার আগ পর্যন্ত সবধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে এ দুইজনকে। গত ছয় মাসের মধ্যে জয়সার এটি দ্বিতীয় নিষেধাজ্ঞা।
×