ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাজে সময়ে নেইমার-সুয়ারেজ

প্রকাশিত: ১০:২৫, ১১ মে ২০১৯

 বাজে সময়ে নেইমার-সুয়ারেজ

স্পোর্টস রিপোর্টার ॥ ক্যারিয়ারের অন্যতম দুঃসময় অতিবাহিত করছেন নেইমার। ব্রাজিলিয়ান সুপারস্টার ক্লাব ফুটবলে ফরাসী জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) হয়ে একের পর এক তিক্ত অভিজ্ঞতার স্বাদ পাচ্ছেন। তেমনি বার্সিলোনার উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজও হতাশার মধ্যে আছেন। চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনাল থেকে বিধ্বস্ত হয়ে বিদায় নেয়ার পরই হাঁটুতে অস্ত্রোপচার করতে হয়েছে তার। যে কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হবে সুয়ারেজকে। ফ্রান্সের ঘরোয়া ফুটবলে নেইমারের ঝুঁকি ছিল আট ম্যাচ নিষিদ্ধ হওয়ার। শেষ পর্যন্ত তিন ম্যাচেই হয়েছে দফারফা। কোপা ডে ফ্রান্সের ফাইনালে দর্শককে ঘুষি মেরে লীগে ৩ ম্যাচ নিষেধাজ্ঞা পেয়েছেন পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। কাপ ফাইনালে রেনেসের বিপক্ষে হেরে যায় পিএসজি। রানার্সআপের মেডেল আনতে যাওয়ার সময় একজন প্রতিপক্ষের সমর্থক কটূক্তি করায় তাকে মেরে বসেন নেইমার। আরেক দর্শকের ধারণ করা সেই দৃশ্য দেখার পর সমালোচনায় বিদ্ধ হতে থাকেন এ ফরোয়ার্ড। তার বিরুদ্ধে তদন্ত শুরু করে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন। তদন্ত শেষ করে শুক্রবার নেইমারকে তিন ম্যাচ নিষিদ্ধ করার কথা জানিয়েছে ফরাসী ফুটবল ফেডারেশন। চ্যাম্পিয়ন্স লীগে রেফারিকে গালি দিয়ে সমান পরিমাণ ম্যাচ নিষিদ্ধ হয়ে আছেন বিশ্বের সর্বোচ্চ দামী ফুটবলার। নিষেধাজ্ঞায় চলতি মৌসুমে এক প্রকার ঘরোয়া ফুটবলই শেষ হয়ে গেছে নেইমারের। আজ এ্যাঙ্গার্সের বিপক্ষে মাঠের বাইরে বসে থাকতে হবে তাকে। খেলতে পারবেন না ডিজন ও রেইমসের বিপক্ষে পিএসজির মৌসুম শেষের দুই লীগ ম্যাচেও। ঘরোয়া ফুটবলে নেইমারের তিন ম্যাচ নিষেধাজ্ঞায় অবশ্য লাভটা হতে পারে ব্রাজিলের। জুনের মাঝামাঝি সময় শুরু হতে যাওয়া কোপা আমেরিকার প্রস্তুতি নিতে আগেভাগেই দেশে ফিরতে পারবেন ব্রাজিলিয়ান তারকা। সময়ের আগে দলের মূল খেলোয়াড়কে পেয়ে রণকৌশলও ভালভাবে সাজাতে পারবেন সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দেশের কোচ টিটে। এদিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনাল থেকে বিদায়ের পর আরেক দুঃসংবাদ পেয়েছে স্প্যানিশ ক্লাব বার্সিলোনা। দলের অন্যতম প্রধান তারকা সুয়ারেজ ছয় সপ্তাহের জন্য ছিটকে গেছেন মাঠ থেকে। ক্লাবের মেডিক্যাল স্টাফের তত্ত্বাবধানে হাঁটুর অপারেশন করানো হয়েছে সুয়ারেজের। এ ইনজুরির ধকল কাটিয়ে মাঠে ফিরতে অন্তত ৪ থেকে ৬ সপ্তাহ লেগে যাবে। ফলে চলতি মৌসুমে আর মাঠে নামা হবে না উরুগুইয়ান তারকার। অবশ্য চলতি মৌসুমে খুব বেশি ম্যাচ বাকি নেই বার্সার। এরই মধ্যে লীগ শিরোপা নিশ্চিত করে ফেললেও খেলতে হবে আরও দুইটি ম্যাচ। তবে আগামী ২৫ মে ভ্যালেন্সিয়ার বিপক্ষে কোপা ডেল’রের ফাইনালে সুয়ারেজের অভাব অনুভব করবে কাতালানরা। গত কয়েক মৌসুম ধরেই বার্সিলোনার হয়ে ধারাবাহিক পারফর্মেন্সে প্রদর্শন করা সুয়ারেজ চলতি মৌসুমেও ৪৯ ম্যাচ খেলে করেছেন ২৫ গোল। যার ২১টি লা লিগায়, ৩টি কোপা ডেল’রে ও ১টি চ্যাম্পিয়ন্স লীগে। ২০১৮-১৯ মৌসুমে বার্সিলোনার হয়ে সুয়ারেজের চেয়ে বেশি গোল আছে অধিনায়ক লিওনেল মেসির। চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে চলতি মৌসুমের এল ক্লাসিকোতে নিজেদের ঘরের মাঠ ন্যুক্যাম্পে দুর্দান্ত হ্যাটট্রিক করেছিলেন সুয়ারেজ।
×