ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফাইনাল নিশ্চিত করতে চায় ক্যারিবীয়রা

প্রকাশিত: ১০:২৫, ১১ মে ২০১৯

 ফাইনাল নিশ্চিত করতে চায় ক্যারিবীয়রা

স্পোর্টস রিপোর্টার ॥ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ আজ। প্রথম দেখায় স্বাগতিক আইরিশদের কার্যত উড়িয়ে দিয়েছিল জেসন হোল্ডারের দল। জন ক্যাম্পবেল আর শাই হোপের রেকর্ডগড়া ওপেনিং জুটির সেই ম্যাচে ক্যারিবীয়রা পেয়েছিল ১৯৬ রানের বিশাল জয়। দুই খেলায় ১ জয় ও ১ হারে বোনাসসহ ৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে ওয়েস্ট ইন্ডিজ। ফিরতি ম্যাচে আজ আইরিশদের হারাতে পারলেই ফাইনাল নিশ্চিত। হোল্ডারবাহিনী সেটিই করতে চায়। অন্যদিকে ভাল ক্রিকেট খেলে আশা বাঁচিয়ে রাখতে চায় আয়ারল্যান্ড। পরশু বাংলাদেশের সঙ্গে ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় তৃতীয় স্থানে থাকা স্বাগতিকতের এখন ২ পয়েন্ট। আর দুই ম্যাচে ১ জয় ও পরিত্যক্ত ম্যাচ মিলিয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে টাইগাররা। উল্লেখ্য, উন্ডিজের বিপক্ষে ৮ উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ। বাংলাদেশের কাছে হারের দুঃস্মৃতি ভুলে আয়ারল্যান্ডের বিপক্ষে আবারও জয় তুলে নিতে চান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার, এবারের আসরে আমাদের শুরুটা চমৎকার ছিল। কিন্তু পরের ম্যাচে আমরা ভালভাবে নিজেদের মেলে ধরতে পারিনি। তবে পয়েন্ট টেবিলের এখন যা অবস্থা তাতে কাল (আজ) জিতলেই আমাদের ফাইনাল নিশ্চিত হবে। টুর্নামেন্টের শুরুর আগে আমাদের প্রথম টার্গেট ছিল এটিই। আগে ফাইনাল নিশ্চিত পরে শিরোপার চিন্তা। তাই আইরিশদের বিপক্ষে জয় দিয়েই ফাইনাল নিশ্চিত করতে চাই আমরা বলেন তিনি। আর আয়ারল্যান্ড অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড বলেন, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন জয় ছাড়া অন্য কোন পথ আমাদের খোলা নেই। এ ম্যাচ জিতলেই ফাইনালের দৌড়ে ভালভাবে টিকে থাকতে পারব আমরা। নয়তো শেষ ম্যাচে অনেক সমীকরণের মুখে পড়তে হবে। তখন চাপ আরও বাড়বে। এ জন্য এ ম্যাচেই জয় তুলে নিতে চাই আমরা। দলের সবাই ভাল ক্রিকেট খেলতে প্রস্তুত। প্রথমপর্বে ওয়েস্ট ইন্ডিজের সামনে লড়াই করতে পারিনি। তবে এবার ভুলগুলো শুধরে নিয়ে ম্যাচ থেকে ভাল ফল অর্জন করাই আমাদের লক্ষ্য। আর সেটি হলো জয়। প্রথম দেখায় আইরিশদের বড় ব্যবধানে হারানো ক্যারিবীয়রা বেশ আত্মবিশ্বাসী। ঐ ম্যাচে দুই ওপেনার জন ক্যাম্পবেল ও শাই হোপের রেকর্ডে উদ্বোধনী জুটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ উইকেটে ৩৮১ রানের বিশাল সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর আয়ারল্যান্ডকে ১৮৫ রানে গুটিয়ে দিয়ে সহজ জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজের। তবে দ্বিতীয় ম্যাচে মুখ থুবড়ে পড়ে ক্যারিবীয়রা। বাংলাদেশের দুর্দান্ত পারফর্মেন্সের সামনে দাঁড়াতেই পারেনি তারা। হারতে হয় ৮ উইকেটে। আজ আয়ারল্যান্ডকে হারালেই ফাইনাল নিশ্চিত করে ফেলবে ক্যারিবীয়রা। হেরে গেলেও ফাইনালে খেলার আশা থাকবে তাদের। তবে অধিনায়ক হোল্ডার সেই সমীকরণের মধ্যে যেতে চান না। অন্যদিকে ফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে জিততেই হবে আইরিশদের। ঘরের মাটিতে এই সিরিজ শুরুর আগে একমাত্র ওয়ানডে ম্যাচে হারলেও শক্তিধর ইল্যান্ডকে কাঁপিয়ে দিয়েছিল আয়ারল্যান্ড। এমনকি প্রস্তুতি ম্যাচে আইরিশ ‘এ’ দল বাংলাদেশকে তো হারিয়েই দিয়েছিল।
×