ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কপিলের বিশ্বকাপ ভাবনা

প্রকাশিত: ১০:২৪, ১১ মে ২০১৯

 কপিলের বিশ্বকাপ ভাবনা

স্পোর্টস রিপোর্টার ॥ ১৯৯২ সালের পর এবার আগের ফরমেটে অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ক্রিকেট। ১৯৯২ সালে রবিন লীগ পদ্ধতিতে সবগুলো দলই পরস্পরের বিরুদ্ধে প্রাথমিক রাউন্ডে খেলেছিল। সেবার সবাইকে চমকে দিয়ে ইমরান খানের পাকিস্তান শিরোপা হাতে তুলেছিল। এবার সেই ফরমেটেই বিশ্বকাপ। ইংল্যান্ডে সব দলকে চমকে দেবে এবার ভারত। এমনটাই দাবি করলেন ১৯৮৩ বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। তরুণ-অভিজ্ঞের মিশেলে গড়া বিশ্বকাপ দল নিজেদের ওপর কোন চাপ না নিয়ে স্বাভাবিক খেলা উপহার দিলেই সাফল্য আসবে বলে মনে করেন তিনি। আর এ জন্যই তার দাবি এবার বিশ্বকাপের সেমিতে অবশ্যই উঠবে ভারত। এর সঙ্গে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং পাকিস্তান কিংবা দক্ষিণ আফ্রিকাকে সেমির বাকি দল হিসেবে মনে করছেন তিনি। কপিল দাবি করেন সবকিছু ওলট-পালট করে দেয়ার চমকটা আসতে পারে নিউজিল্যান্ড কিংবা ওয়েস্ট ইন্ডিজের কাছ থেকে। বিরাট কোহলির নেতৃত্বে এবার বিশ্বকাপ খেলবে ভারত। ২০১১ সালে দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপ জেতানো অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি গতবারও নেতৃত্ব দিয়েছিলেন। এবার তিনি দলে থাকলেও প্রথমবার বিশ্বকাপে দলের ভার কোহলির কাঁধে। তার অধীনে তারুণ্যনির্ভর একটি দল গড়ে উঠেছে। কোহলির দল গত কয়েক বছর ধরে যেভাবে ক্রিকেট খেলেছে তাতে করে ভারতকেই অন্যতম ফেবারিট দাবি করছেন কপিল। তিনি বলেন, ‘এবার দলে তারুণ্য এবং অভিজ্ঞতার মিশেল রয়েছে। আমার মতে, দলে এবার দারুণ ভারসাম্য রয়েছে। দলে রয়েছে ধোনি এবং কোহলি। ভারত অবশ্যই সেরা চার দলের একটা হবেই।’ দল এতদিন দুর্দান্ত খেলেছে। সে কারণে নিঃসন্দেহে যে কেউ বলবে ভারত অনেক ভাল দল। কিন্তু কপিলের কাছে শুধু ভাল দল হওয়াটাই যথেষ্ট নয়। তাই তিনি বললেন, ‘ভাল দল এটা বিশ্বাস রয়েছে। কিন্তু মাথায় রাখতে হবে পারফর্মেন্সই শেষ কথা। লীগপর্ব শেষে সেরা তিন দল অবশ্যই ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। তবে চার নম্বর দল কে হবে সে নিয়ে একটা কিন্তু থাকছে। এই চার নম্বর জায়গার জন্য একগুচ্ছ দল লড়াই করবে। নিউজিল্যান্ড, পাকিস্তান কিংবা দক্ষিণ আফ্রিকার মধ্যে কেউ একটা হবে।’ সেমিফাইনালের সম্ভাব্য লাইনআপে কোহলিদের রেখে বাকিদের সম্ভাবনার কথা বলেছেন কপিল। তবে সম্প্রতিই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ায় তাদেরও রাখতে হয়েছে। আর গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জেতা পাকরা বরবারই ইংল্যান্ডে দুর্দান্ত। সে কারণে তাদের সম্ভাব্য সেমিফাইনালিস্ট হিসেবে রেখেছেন তিনি। কপিল এবার বিশ্বকাপের চমক দেখানো দল হিসেবে বেছে নিয়েছেন নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে। তিনি বলেন, ‘আমার মতে, নিউজিল্যান্ড কিংবা ওয়েস্ট ইন্ডিজ এবারের টুর্নামেন্টে চমক দেখাবে।’ আর ভারতীয় দলকে সম্ভাব্য সাফল্য পাওয়ার জন্য কিছু পরামর্শও দিয়েছেন তিনি। বিশেষ করে তরুণ মারকুটে ব্যাটিং অলরাউন্ডার হার্দিক পাি য়ার ওপর কোন রকম চাপ তৈরি না করে খোলা মনে তার স্বাভাবিক খেলাটাই খেলার পরামর্শ দিয়েছেন কপিল। তিনি বলেন, ‘ওর (হার্দিক) ওপর চাপ দিও না। ও তরুণ ক্রিকেটার এবং ওকে ওর স্বাভাবিক খেলাটা খেলতে দেয়া উচিত। এখন আর কোন তুলনা নয়। দলের পেস এ্যাটাক দুর্দান্ত। আর ইংল্যান্ডের আবহাওয়া পেসারদের সাহায্য করবে। বুমরাহ আর শামি দারুণ বল করছে। বিশ্বকাপ দলে ওরা দুজন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
×