ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পোচেট্টিনোর প্রত্যাখ্যান!

প্রকাশিত: ১০:২৩, ১১ মে ২০১৯

 পোচেট্টিনোর প্রত্যাখ্যান!

স্পোর্টস রিপোর্টার ॥ কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স লীগের ইতিহাসে হ্যাটট্রিক শিরোপা ঘরে তুলে ফুটবল বিশ্বকেই চমকে দিয়েছিলেন জিনেদিন জিদান। তেমনি হুট করে কোচের পদ থেকে সরে দাঁড়িয়েও সবাইকে চমকে দেন তিনি। জিদানের চলে যাওয়ার কারণে কপালে ভাঁজ পড়ে অনেকেরই। এরপরই গুঞ্জন ছড়িয়ে পড়ে কে হচ্ছেন জিদানের উত্তরসূরি? সম্ভাব্য কোচদের তালিাকয় সবার শীর্ষে ছিলেন টটেনহ্যামের মাউরিসিও পোচেট্টিনো। তবে শেষ পর্যন্ত যাকে নিয়ে কোন আলোচনা ছিল না তাকেই নিয়োগ দেয় রিয়াল মাদ্রিদ। স্পেনের জাতীয় দলের কোচ জুলেন লোপেতেগুইয়েকে নিয়োগ দেয় স্প্যানিশ জায়ান্টরা। কিন্তু কেন? মূলত পোচেট্টিনো রিয়াল মাদ্রিদের প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণেই লোপেতেগুইকে নিয়োগ দিতে বাধ্য হয় চ্যাম্পিয়ন্স লীগের বর্তমান চ্যাম্পিয়নরা। দীর্ঘদিন পর সেই গোপন কথাটাই জানালেন টটেনহ্যামের বর্তমান কোচ।
×