ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

লোকসভা নির্বাচন

মহাজোট নিয়ে রুদ্ধদ্বার বৈঠক মমতা-চন্দ্রবাবুর

প্রকাশিত: ০৯:৪৯, ১১ মে ২০১৯

 মহাজোট নিয়ে  রুদ্ধদ্বার বৈঠক  মমতা-চন্দ্রবাবুর

জনকণ্ঠ ডেস্ক ॥ লোকসভা নির্বাচনের আর মাত্র দুটি দফার ভোট বাকি। রবিবার ষষ্ঠ দফার ভোটগ্রহণ। তার মধ্যে বিভিন্ন জল্পনা, হিসাব কষা শুরু হয়েছে জাতীয় ভারতের রাজনীতির ভবিষ্যত নিয়ে। ইতোমধ্যেই পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে একটি রুদ্ধদ্বার বৈঠক ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা ও হিসাব-নিকেশ। কারণ, সেই বৈঠকটি হয়েছে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং টিডিপি প্রধান তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর মধ্যে। এদিকে বাঁকুড়ায় এক জনসভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে আক্রমণ করে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি বলেছেন, দিদির রাগকে তোয়াক্কা করি না। এছাড়া রাজীব গান্ধীকে নিয়ে মোদি মিথ্যা বলেছেন বলে সাবেক নৌ কর্মকর্তারা দাবি করেছেন। খবর এনডিটিভি ও পিটিআই’র। তৃণমূলের শীর্ষস্তর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতের দিকে খড়গপুরে মমতা ব্যানার্জী ও চন্দ্রবাবু নাইডুর প্রায় ১৫ মিনিটের একটি রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। তৃণমূলের এক নেতা জানিয়েছেন, মমতা ব্যানার্জী ও চন্দ্রবাবু নাইডুর মধ্যে মহাজোটের ভবিষ্যত নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি টিডিডি নেতাদের সঙ্গে রাহুল গান্ধীর বৈঠকের বিষয়টিও আলোচনা হয়েছে। তৃণমূলের ওই নেতা আরও জানিয়েছেন, বিরোধী দলগুলোর বৈঠকে যোগ দিতে চলেছেন মমতা ব্যানার্জী। ২১ মে সেই বৈঠক হওয়ার কথা থাকলেও, এখনও পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেই সূত্রের খবর। আরও দুদিন পিছিয়ে অর্থাৎ ২৩ মে’র পরেই বৈঠক হতে পারে। তৃণমূল নেতার থেকে পাওয়া খবর অনুযায়ী, ভিভিপ্যাটের ইস্যু নিয়েও কথা হয়েছে মমতা-চন্দ্রবাবুর। লোকসভা নির্বাচনে আগের পাঁচ দফায় ভোটের হার নিয়েও দুজনের কথা হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তার আগে খড়গপুরে মমতা ব্যানার্জীর সভায় যোগ দিয়ে বিজেপিকে হঠাতে তৃণমূলকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি। কলকাতার সিথিতে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সুদীপ ব্যানার্জীর সমর্থনে সভায় যোগ দেন চন্দ্রবাবু নাইডু। বিজেপিকে হঠাতে আঞ্চলিক দলগুলোকে নিয়ে ফেডারেল ফ্রন্ট গঠনের ডাক দিয়েছেন মমতা ব্যানার্জী। এর আগেও একাধিকবার মমতা ব্যানার্জীর সঙ্গে কথা বলেছেন চন্দ্রবাবু নাইডু। নবান্নে এসে বৈঠক করেছেন, এমনকি, রাজীব কুমারের গ্রেফতারি নিয়ে ধর্মতলায় মমতা ব্যানার্জীর ধরনামঞ্চে হাজির হয়েছিলেন চন্দ্রবাবু নাইডু। এবার লোকসভা নির্বাচনের প্রায় শেষলগ্নে তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচার ও মমতার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করলেন তিনি। দিদির রাগকে তোয়াক্কা করি না- মোদি ॥ বাঁকুড়ায় এক জনসভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘দিদি আমাকে প্রধানমন্ত্রী মনে না করে আসলে সংবিধানের অপমান করছেন।’ তার কথায়, দিদি প্রকাশ্যে বলছেন তিনি দেশের প্রধানমন্ত্রীকে জাতির নেতা হিসেবে মানতে রাজি নন। অথচ পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী মেনে নিতে তার আপত্তি নেই। মোদির মনে হয় হারের ভয় থেকেই বিভ্রান্তিকর কথাবার্তা বলছেন মমতা। ঘূর্ণিঝড় যখন দেশে আছড়ে পড়ল তখন প্রধানমন্ত্রীর কার্যালয় তরফে মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি। শুধু তাই নয় ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি জানতে আধিকারিকদের সঙ্গে আলোচনা করারও উদ্যোগ নেয়া হয়েছিল। তাতেও তিনি রাজি নন। আসলে মমতা বাংলার ভাল চান না। শুধু তার পরিবার, তার ভাইপো এবং তার দলের মঙ্গল চান তৃণমূলনেত্রী। মমতা কতটা ভয় পেয়ে আছেন তা তার সাম্প্রতিক কথাবার্তা থেকেই বোঝা যাচ্ছে বলে মনে করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘মমতা এখন আমাকে চড় মারার কথা বলছেন। আমি তাকে বলি মন্দ কথা শুনতে আমি অভ্যস্ত। গোটা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত গালমন্দ আমারও উদ্দেশে করা হচ্ছে তা আমি হজম করতে পারি।’ রাজীব গান্ধীকে নিয়ে মিথ্যা বলেছেন মোদি- সাবেক নৌ কর্মকর্তা ॥ ভারতের জাতীয় নির্বাচনে ভোটের লড়াইয়ের সঙ্গে প্রধান দুই দলের কথার লড়াইও জমে উঠেছে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর বিরুদ্ধে রণতরী নিয়ে ‘প্রমোদ ভ্রমণে’ যাওয়ার অভিযোগ তুলেছেন। রাজীব গান্ধী ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস পার্টির সভাপতি রাহুল গান্ধীর বাবা। গত বুধবার দিল্লীতে এক নির্বাচনী সমাবেশে মোদি বলেন, রাজীব গান্ধী তার পরিবার ও বন্ধুদের নিয়ে একটি দ্বীপে ছুটি কাটাতে যাওয়ার সময় নৌবাহিনীর বিমানবাহী রণতরী আইএনএস ভিরাট ব্যবহার করেছিলেন। তবে নৌবাহিনীর সাবেক কর্মকর্তা বিনোদ পাসরিচা প্রধানমন্ত্রী মোদির ওই অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন। ১৯৮৭ সালে রাজীব গান্ধী যখন ভারতের প্রধানমন্ত্রী তখন বিনোদ আইএনএস ভিরাটের কমান্ডার ছিলেন। তিনি বলেন, ‘রাজীব গান্ধী প্রশাসনিক কাজে লাক্ষাদ্বীপে গিয়েছিলেন। সেখানে দ্বীপের উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে তার বৈঠক ছিল, তিনি সেখানে ছুটি কাটাতে যাননি। তার সঙ্গে সেখানে তার স্ত্রী, দুই সন্তান এবং আইএএসর কয়েকজন কর্মকর্তা ছিলেন।’ অমিতাভ বচ্চনের পরিবার বা সোনিয়া গান্ধীর বাবা-মা তাদের সঙ্গে ছিলেন কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি যাদের কথা বলেছি তারা ছাড়া সেখানে অন্য কেউ যাননি। সশস্ত্র বাহিনীকে রাজনীতিতে ব্যবহার অন্যায় এবং অগ্রহণযোগ্য।’ বিনোদ ছাড়াও নৌবাহিনীর আরও কয়েকজন উচ্চপদস্থ সাবেক নৌ কর্মকর্তা মোদির ওই দাবি মিথ্যা বলে জানান।’ বিজেপি প্রার্থী ভারতীকে আটক ॥ রবিবার ভারতের লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফা ভোটের দু’দিন আগেই বৃহস্পতিবার রাতে বিপুল পরিমাণ টাকা পাচারের অভিযোগে পশিমবঙ্গের ঘাটাল কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে পিংলার মন্ডলবাড়ের কাছে পুলিশের তল্লাশি চলাকালীন চারটি গাড়িতে রুপীসহ হাতেনাতে ধরা হয় ওই প্রাক্তন আইপিএসকে। এর পরিমাণ দু’কোটিরও বেশি। কোথা থেকে এত টাকা এলো বা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা জানতে ভারতীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে সব অভিযোগ অস্বীকার করে ভারতী দাবি করেছেন, পুলিশই গাড়িতে টাকা রেখে নাটক করছে। তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
×