ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চেয়ারম্যানদের গাফিলতি

কলাপাড়ায় ভেস্তে যাচ্ছে ভিজিডি কর্মসূচী

প্রকাশিত: ০৯:১৬, ১১ মে ২০১৯

 কলাপাড়ায় ভেস্তে  যাচ্ছে ভিজিডি কর্মসূচী

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১০ মে ॥ সরকারের দুস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) কর্মসূচীর আওতায় উপকারভোগী অন্তত ১৯০৮ পরিবার ২০১৯ সালের জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত এক ছটাক চালও পায়নি। ২০১৯-২০২০ সালের দুই বছরের নতুন এ চক্রের ছয়টি ইউনিয়নের এসব দুস্থ মহিলার বরাদ্দকৃত চাল খাদ্যগুদামে পড়ে আছে। দুস্থ নারী প্রধান পরিবারের সদস্যদের জীবিকার উন্নয়নে সরকার (ভিজিডির) ৩০ কেজি করে চাল প্রতি মাসে বরাদ্দ রেখেছেন। যা এ বছর জানুয়ারি মাস থেকে পাওয়ার কথা। কিন্তু চার মাস পেরিয়ে গেলেও ছয়টি ইউনিয়নের একজন দুস্থ পরিবারের ভাগ্যে এক ছটাক চালও জোটেনি। শুধুমাত্র খামখেয়ালীপনার কারণে দরিদ্র এসব পরিবারে সরকারের খাদ্য সহায়তা জুটছে না। উপজেলার চাকামইয়া, টিয়াখালী, মিঠাগঞ্জ, নীলগঞ্জ, মহীপুর ও লতাচাপলী এ ছয় ইউনিয়নের সুবিধাভোগী ১৯০৮ দুস্থ পরিবার এখন চরম মানবেতর জীবন-যাপন করছেন। রোজার মাস, তার ওপরে কেউ কেউ ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে ক্ষতির কবলে পড়েছেন। এ সময় চার মাসের ১২০ কেজি করে চাল পেলে পরিবারে খাদ্য সঙ্কট কেটে যেত। এ ছয় ইউনিয়ন ছাড়াও বালিয়াতলী ইউনিয়নের ৩৪৫ পরিবার ফেব্রুয়ারি থেকে তিন মাস ধরে ভিজিডির এ চাল পাচ্ছেন না। তবে ডালবুগঞ্জ, চম্পাপুর, লালুয়া ইউনিয়নের দুস্থ পরিবারগুলো চাল বিতরণ চলছে বলে জানা গেছে। শুধু এপ্রিল মাসের চাল পায়নি ধানখালী ও ধুলাসার ইউনিয়নের। খাদ্য গুদাম সূত্রে জানা গেছে, ভিজিডির ২৭৬ মেট্রেকটন ৬৬০ কেজি চাল এখন গুদামে পড়ে আছে। যা সংশ্লিষ্ট চেয়ারম্যানগণ উত্তোলন করেননি।
×