ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চিতলমারীতে ছাত্র হত্যাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৯:১৫, ১১ মে ২০১৯

 চিতলমারীতে ছাত্র  হত্যাকারীদের  বিচার দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ চিতলমারীতে নিহত কলেজ ছাত্র রুবেল হাওলাদারের (২৫) হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার বিক্ষোভ করেছে এলাকাবাসী। নিহতের গ্রামের বাড়ি ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়। এ সময় হত্যাকারীদের আটকের দাবিতে এলাকাবাসী স্লোগান দেন। ক্ষুব্ধ এলাকাবাসী ও নিহতের পরিবারকে পুলিশ সুপার সান্ত¡না দেন। ঘটনা সম্পর্কে নিহতের চাচা ওসমান হাওলাদার জানান, রুবেল হাওলাদার বাগেরহাট সরকারী পিসি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র ছিল। নিহত রুবেল তিন ভাইয়ের মধ্যে দ্বিতীয়। তার পিতা মহসীন হাওলাদার ২০১৬ সালে মারা যায়। বাড়িতে মায়ের কাছে থাকত সে। পড়াশোনার পাশাপাশি সংসারের হাল ধরে রেখেছিল সে। গত ২ এপ্রিল বিকেল সাড়ে পাঁচটার দিকে রুবেল হাওলাদারকে একই গ্রামের আজিজ ফকিরের ছেলে লালন ফকির ডেকে নিয়ে যায়। খিলিগাতী বাজারের বটতলায় একটি মাছের ডিপোতে বসে গল্প করতে থাকে। সেখানে কিছুক্ষণ পরে হাজির হয় লালনের ভাই রেজাউল ফকির। তার নিকট মাছের পোনা বিক্রির পাওনা টাকা চায় রুবেল। এক পর্যায়ে রেজাউল ফকির, রাজু ফকির, মিজানুর, মিলন, টিংকু, মিন্টু, শওকতসহ তাদের লোকজন রুবেল হাওলাদারকে ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে পেটানোসহ নির্মমভাবে নির্যাতন করে।
×