ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাদক কারবারিকে ছিনিয়ে নিতে হামলা ॥ তিন পুলিশ আহত

প্রকাশিত: ০৯:১৪, ১১ মে ২০১৯

 মাদক কারবারিকে ছিনিয়ে নিতে হামলা ॥ তিন পুলিশ আহত

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ মাদক কারবারিকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের হাতে ৮৮৫ ইয়াবাসহ আটক হয় হাসান আলী(৪৫) ও হামলাকারীদের মধ্যে লিটন হোসেনকে(৩৫)। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটে সৈয়দপুর উপজেলার লক্ষ্মণপুর দোলাপাড়া গ্রামে। হামলায় আহত তিন পুলিশ সদস্য শওকত আলী, আবুল কালাম আজাদ ও গণেশ রায়কে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই রাতেই এ এসআই নুর আমিন নিজে বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ জানায়, গোপন সংবাদে শীর্ষ মাদক কারবারি হাসান আলীকে গ্রেফতারের জন্য পুলিশ তার বাড়িতে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে পুলিশ সদস্যরা ৮৮৫ ইয়াবাসহ আটক করে। আটকের পর অন্যান্য মাদক কারবারি তাদের স্বজনরা সংঘবদ্ধ হয়ে হাসানকে ছিনিয়ে নেয়ার জন্য পুলিশের ওপর হামলা চালালে তিন পুলিশ আহত হয়। পরে গ্রামবাসীর সহায়তায় পুলিশের ওপর হামলাকারী লিটন হোসেনকে আটক করা হয়।
×