ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কেশবপুরে ৩ নদী ও আট খাল খনন উদ্বোধন

প্রকাশিত: ০৯:১০, ১১ মে ২০১৯

  কেশবপুরে ৩ নদী ও আট খাল খনন উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ১০ মে ॥ জলাবদ্ধতা নিরসনের জন্য নদী ও খাল খনন শুরু করা হয়েছে। প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে চলতি বছরে তিনটি নদী ও আটটি খাল খনন করা হবে। শুক্রবার সকালে কেশবপুরের বুড়ুলিয়া-পাথরা খালের খনন কাজ শুরু করা হয়েছে। প্রায় ৯০ লাখ টাকা ব্যয়ে এই খাল খননের ফলে কেশবপুরের উত্তর-পূর্ব অঞ্চলের চারটি ইউনিয়নের জলাবদ্ধতা নিরসন হবে। শুক্রবার মঙ্গলকোট বুড়ুলিয়া গেটের মাথায় আটটি খাল ও তিনটি নদী খননের কাজ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান। পানি উন্নয়ন বোর্ড জানায়, দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের জন্য কেশবপুরের সকল খাল খননের উদ্যোগ নেয়া হয়েছে। তারই অংশ হিসেবে শ্রী নদীর সংযোগ বুড়ুলিয়া-পাথরা খালের খনন কাজের শুরু করা হয়েছে। এই খাল খননের ফলে কেশবপুরের গৌরীঘোনা, সুফলাকাটি, পাঁজিয়া, মঙ্গলকোট ও বিদ্যানন্দকাঠি ইউনিয়ের বৃষ্টির পানি নদী দিয়ে বের হতে পারবে। খালের বুক উঁচু হয়ে যাবার কারণে বিল ও এলাকার বৃষ্টির পানি বেরুতে পারত না। খাল খননের ফলে পানি সরতে পারবে এবং জলাবদ্ধতা নিরসন হবে।
×