ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মা দিবসের বিশেষ নাটক ‘জগৎ সংসার’

প্রকাশিত: ০৯:০৪, ১১ মে ২০১৯

 মা দিবসের বিশেষ নাটক ‘জগৎ সংসার’

স্টাফ রিপোর্টার ॥ আগামীকাল ১২ মে বিশ্ব মা দিবস। এ দিবসে প্রচারের জন্য নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘জগৎ সংসার’। আহসান হাবিব সকালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রিদম খান শাহীন। নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন দেশের বরেণ্য অভিনেত্রী মঞ্চ কোকিলা ফেরদৌসী মজুমদার। এ ছাড়া আরও অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা তৌকীর আহমেদ, অভিনেত্রী ফারজানা ছবি, সুষমা সরকার, সুমনা সোমা, শফিউল আলম বাবু, মহসীন পলাশ, জিদান সরকার, কামরুজ্জামান সাগর, শারমিন ফামিদা, ই্শাত খান, মাসুদ করিম সুজন, জিতু হায়দারসহ অনেকে। ‘জগৎ সংসার’ নাটকটি আগামীকাল মা দিবসে নাগরিক টিভির রাত ১০টায় প্রচার হবে বলে জানা গেছে। ‘জগৎ সংসার’ নাটকের গল্পে দেখা যাবে রেনু বেগম ফেরদৌসী মজুমদার একজন সম্ভ্রান্ত ঘরের বউ। স্বামী সংসার ছেলে ও ছেলেদের বউদের নিয়ে বেশ হাসি-খুশিভাবে কেটে যাচ্ছিল দিন। হঠাৎ একদিন রেনু বেগমের স্বামী মারা যায়। সেই থেকে নেমে আসে সংসারে কালো ছায়া, বাড়ির বহু পুরনো কাজের মহিলা মীনারাকে ছেলের বউরা যুক্তি করে বাড়ি থেকে বের করে দেয়, রেনু বেগম কিছু বলতে পারে না, রেনু বেগমের হাত থেকে ধীরে ধীরে, সংসারের সমস্ত কর্তৃত্ব ছিনিয়ে নেয়া হয়। ছেলেরা মা রেনু বেগমকে এটা সেটা বুঝিয়ে, বসত বাড়িটিও নিজেদের নামে লেখে নিয়ে হাউজিং কোম্পানির লোকদের দিয়ে দেয়, ছেলেদেরকে কিছু বলতে পারে না। একদিন খাবার টেবিলে ছেলে ও ছেলের বউরা রেনু বেগমকে বৃদ্ধা আশ্রমে রেখে আশার পরিকল্পনা করেন। যা রেনু বেগম নিজ কানে শুনে নিজেকে আর স্থির রাখতে পারে না, রাতে অন্ধকারে সংসারের সমস্ত মায়া কাটিয়ে অনেক কষ্ট নিয়ে মনের মাঝে, গৃহ ত্যাগ করে আশ্রয় নেয় বাড়ির পুরনো কাজের মহিলা মীনার সংসারে।
×