ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঈদের বিজ্ঞাপনে তাসকিন-সাবিলা

প্রকাশিত: ০৯:০৩, ১১ মে ২০১৯

 ঈদের বিজ্ঞাপনে তাসকিন-সাবিলা

সংস্কৃতি ডেস্ক ॥ রমজান আর ঈদ উদযাপনে আনন্দের মাত্রা বাড়িয়ে দিতে ক্রিকেটার তাসকিন আহমেদ এবং জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাবিলা নূর অভিনীত নতুন এক টিভি বিজ্ঞাপন নিয়ে এসেছে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ‘অপো’। বিজ্ঞাপনের গল্পে উঠে এসেছে বিদেশফেরতা এক তরুণীর কথা। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে বিদেশী বন্ধুকে নিয়ে দেশে ফিরে আসে একটি মেয়ে। বাড়িতে পা দেয়া মাত্রই বিদেশী সেই বন্ধুটি একে একে অভিজ্ঞতা করতে থাকে ঈদ আনন্দের নানা অনুষঙ্গ। প্রতিমুহূর্তে বন্ধুর এই চমকে যাওয়া অভিব্যক্তি লক্ষ্য করেই মেয়েটি প্রতিটি মুহূর্ত ধারণ করে নেয় তার অপো এফ১১ প্রোর ক্যামেরায়। অপোর সদ্য নির্মিত এই বিজ্ঞাপনচিত্রে উঠে এসেছে নানা পার্বণ আর উৎসবের পরিবারের সদস্যদের একত্রিত হয়ে সেই আনন্দ উদযাপনের সময়টি নিখুঁতভাবে ফ্রেমবন্দী করে রাখতে একটা নিখুঁত ক্যামেরা হাতে থাকা কতটা জরুরী। এ বিজ্ঞাপনচিত্র নিয়ে অপো বাংলাদেশের পাবলিক রিলেশন্স ম্যানেজার ইফতেখার সানি বলেন, ‘তাসকিন আহমেদ ও সাবিলা নূরের সঙ্গে কাজ করতে পেরে আমরা আনন্দিত। ঈদ আমাদের সামাজিক জীবনের জন্য অনেকভাবেই গুরুত্বপূর্ণ। প্রিয়জনদের সঙ্গে স্মৃতি ধরে রাখার জন্য একটি উপলক্ষ এই আনন্দমুখর উৎসব। সব প্রিয়জনদের একসঙ্গে হওয়ার এ উৎসবের ভালবাসার ও আবেগের মুহূর্ত অমূল্য স্মৃতি ধরে রাখার বিষয়টি ক্রেতাদের মনে করিয়ে দিতেই আমরা বেছে নিয়েছি এমন একটি গল্প। ঈদ উপলক্ষে ‘অপো’র নবনির্মিত এ বিজ্ঞাপনটিতে কাজ করতে পেরে ক্রিকেট তারকা তাসকিন ও অভিনেত্রী সাবিলা দু’জনেই বেশ উচ্ছ্বসিত। ‘অপো সব সময়ই চায় হাসি ছড়িয়ে যাক সবার মাঝে, এই বিজ্ঞাপনটিতেও উঠে এসেছে একই বক্তব্য’, বলছিলেন তাসকিন আহমেদ। এর সঙ্গে সাবিলা যোগ করে বলেন, ‘বন্ধুত্বের বন্ধন আর যে মুহূর্তগুলোর জন্য আমাদের বেঁচে থাকা, এ বিষয়গুলোই উঠে এসেছে এ বিজ্ঞাপনটিতে।’ ঈদের সত্যিকারের আমেজ আর ঈদকে ঘিরে মানুষের আনন্দ তুলে ধরতে অপোর ইনোভেশন সমৃদ্ধ এফ১১ প্রো কার্যকারিতাই তুলে ধরা হয়েছে এই বিজ্ঞাপনচিত্রে। ১৬ মেগাবাইট রাইজিং ক্যামেরা সমৃদ্ধ এই ফোনে রয়েছে স্বল্প আলোয় ফটোগ্রাফি করতে সক্ষম ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা-ক্লিয়ার ক্যামেরা সিস্টেম, ফলে যে কোন আলোতে যে কোন সেটিংয়ে ছবি তুলতে সক্ষম এই ফোনটি।
×