ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৬২ দিন পর ছাড়া পেলেন ম্যানিং

প্রকাশিত: ০৯:০১, ১১ মে ২০১৯

 ৬২ দিন পর  ছাড়া পেলেন  ম্যানিং

বিশ্বব্যাপী সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকস সংক্রান্ত এক তদন্তে সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানানোয় জেলে যাওয়া চেলসি ম্যানিং (৩১) ৬২ দিন পর ছাড়া পেয়েছেন। আলেকজান্দ্রিয়া ডিটেনশন সেন্টার থেকে বৃহস্পতিবার সাবেক এ মার্কিন গোয়েন্দা বিশ্লেষককে মুক্তি দেয়া হয় বলে তার আইনজীবী জানিয়েছেন। বিবিসি। উইকিলিকস সংক্রান্ত তদন্তে সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানানোয় মার্চে ভার্জিনিয়ার এক বিচারক ম্যানিংকে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। বিচারক ক্লড হিলটন সে সময় বলেছিলেন, ম্যানিংয়ের মত পরিবর্তন কিংবা উইকিলিকস নিয়ে তদন্তে গ্র্যান্ড জুরিদের কাজ শেষ না হওয়া পর্যন্ত সাবেক এ গোয়েন্দা বিশ্লেষককে পুলিশী হেফাজতেই থাকতে হবে। জেল থেকে ছাড়া পেলেও আগামী সপ্তাহে তাকে ফের গ্র্যান্ড জুরির কাছে হাজিরা দিতে হবে। এক বিবৃতিতে ম্যানিংয়ের আইনজীবীরা বলেছেন, গ্র্যান্ড জুরির বেঁধে দেয়া সময় শেষ হওয়ায় আজ (বৃহস্পতিবার) তিনি (ম্যানিং) আলেকজান্দ্রিয়া ডিটেনশন সেন্টার থেকে ছাড়া পেয়েছেন। তার বিরুদ্ধে আরও একটি সমন জারি হয়েছে। তাকে আবারও আদালত অবমাননার অভিযোগে আটক করে জেলে পাঠানো হবে বলেই মনে হচ্ছে। রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসসহ ২০টি অভিযোগে ২০১৩ সালে ৩৫ বছরের কারাদণ্ড হয়েছিল ম্যানিংয়ের; প্রেসিডেন্ট বারাক ওবামা সাজা কমালে ২০১৭ সালে ছাড়া পান তিনি। ম্যানিংয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে তুমুল বিতর্ক চলে। মার্কিন কর্মকর্তাদের অভিযোগ, ম্যানিংয়ের ফাঁস করা তথ্যে তাদের অনেক কর্মকর্তার জীবন বিপন্ন হয়েছে। অন্যদিকে সাবেক এ গোয়েন্দা বিশ্লেষকের ভাষ্য, মার্কিন পররাষ্ট্রনীতি সম্পর্কে জনগণের মধ্যে বিতর্ক উসকে দেয়ার লক্ষ্যেই তিনি তথ্যগুলো প্রকাশ করতে চেয়েছিলেন। সামরিক আদালতের দণ্ড পাওয়ার একদিনের মাথায় ম্যানিং নিজেকে নারী দাবি করে বাকি জীবন চেলসি ম্যানিং নামে কাটানোর ইচ্ছা প্রকাশ করেন। কারাগারে হরমোন চিকিৎসা পাওয়ার দাবিও তুলেছিলেন তিনি। পুরুষদের জন্য নির্ধারিত একটি সামরিক কারাগারে থাকা অবস্থায় তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে খবর আসে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে। উইকিলিকস সংক্রান্ত তদন্তে সাক্ষ্য দেয়া নিয়ে ম্যানিং বলেছেন, তিনি এ বিষয়ে যা যা জানেন সামরিক আদালতেই তার সব শেয়ার করেছিলেন। তার বিরুদ্ধে সাত লাখের বেশি কূটনৈতিক গোপন তারবার্তা, ভিডিও ও নথি উইকিলিকসের হাতে তুলে দেয়ার অভিযোগ ছিল। ২০১০ সালে তাকে ইরাক থেকে গ্রেফতার করা হয়। ওবামা ম্যানিংয়ের ৩৫ বছরের সাজাকে ‘অগ্রহণযোগ্য’ অভিহিত করেছিলেন। অন্যদিকে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ম্যানিংকে ‘অকৃতজ্ঞ বিশেষজ্ঞ’ অ্যাখ্যা দেন।
×