ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

উত্তর কোরিয়ার জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৯:০১, ১১ মে ২০১৯

 উত্তর কোরিয়ার  জাহাজ জব্দ  করল যুক্তরাষ্ট্র

জাতিংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে উত্তর কোরিয়ার একটি কার্গো জাহাজ জব্দ করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। জাহাজটি কয়লা পরিবহনে ব্যবহার করা হতো বলে জানিয়েছে মার্কিন বিচার বিভাগ। কয়লা উত্তর কোরিয়ার বৃহত্তম রফতানি পণ্য হলেও এর ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। ওয়াইজ অনেস্ট নামের জাহাজটি ২০১৮ সালের এপ্রিলে ইন্দোনেশিয়ায় প্রথম আটক হয়। ওই বছরের জুলাইয়ে যুক্তরাষ্ট্র সেটি জব্দের আবেদন করে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র এবারই প্রথম উত্তর কোরিয়ার কোন জাহাজ জব্দ করল। ফেব্রুয়ারিতে ভিয়েতনামের হ্যানয়ে দুই দেশের শীর্ষ বৈঠক ভেস্তে যাবার পর গত সপ্তাহেই পিয়ংইয়ং দুই দফা স্বল্প মাত্রার ক্ষেপণাস্ত্র পরীক্ষাও চালিয়েছে। বিশ্লেষকদের ধারণা, ওয়াশিংটনের ওপর চাপ বাড়ানোর কৌশল হিসেবেই তারা এটি করছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, জাহাজ জব্দের সঙ্গে এসব পরীক্ষার কোন সম্পর্ক নেই। মার্কিন কৌঁসুলী জিওফ্রে এস বারমোন বলেন, ওয়াইজ অনেস্ট জাহাজটির নিবন্ধনের তথ্য গোপন করে উত্তর কোরিয়া তাদের উন্নতমানের কয়লা বিদেশীদের কাছে বিক্রি করেছে বলে আমাদের দফতর অফিস জানতে পেরেছে।-বিবিসি
×