ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আরও দুই বছর বন্ধ থাইল্যান্ডের মায়া সৈকত

প্রকাশিত: ০৯:০০, ১১ মে ২০১৯

  আরও দুই বছর  বন্ধ থাইল্যান্ডের মায়া সৈকত

থাইল্যান্ডের বিখ্যাত মায়া সৈকত ২০২১ সাল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। অতিরিক্ত পর্যটকের চাপে নষ্ট হতে থাকা প্রাকৃতিক পরিবেশ বাঁচাতে এ উদ্যোগ নেয়া হয়। বিবিসি। হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ‘দ্য বিচ’ সিনেমার বেশিরভাগ শূটিং থাইল্যান্ডের ফি ফি লেহ দ্বীপের এই মায়া সৈকতে হয়েছে। ২০০০ সালে মুক্তি পাওয়া সিনেমাটি ব্যাপক দর্শকপ্রিয়তা লাভ করে। সেই সঙ্গে পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে মায়া সৈকত। গত বছরও গড়ে প্রতিদিন প্রায় পাঁচ হাজার পর্যটক মায়া সৈকত ভ্রমণে যেতেন। এত মানুষের চাপে সৈকতের বেশিরভাগ প্রবাল মরে যায়। এমতাবস্থায় গত বছরই সাময়িকভাবে মায়া সৈকতে পর্যটক প্রবেশ নিষিদ্ধ করা হয়। সৈকতের জীববৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষায় ওই নিষেধাজ্ঞা আরও দুই বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে থাই কর্তৃপক্ষ। গত বছর সৈকত বন্ধ করে দেয়ার পর সেখানকার সমুদ্রে আবারও হাঙরদের সাঁতার কাটতে দেখা গেছে।
×