ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মোদিকে এক শ’ বার কান ধরে উঠবস করতে হবে ॥ মমতা

প্রকাশিত: ০৮:৫৯, ১১ মে ২০১৯

 মোদিকে এক শ’ বার কান ধরে উঠবস করতে হবে ॥ মমতা

ভারতের চলমান লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যকার বচসা বৃহস্পতিবার তুঙ্গে ওঠে। এদিন মমতা পশ্চিমবঙ্গের বাকুড়ার জনসভায় মোদিকে পাক্কা এক শ’ বার কান ধরে উঠবস করার দাবি তুললেন। ওই দিন সকালের দিকে পুরুলিয়ার এক সভায় মোদি বলেছিলেন, তৃণমূলের নেতারা কয়লা মাফিয়া। দিদি এসব মাফিয়াকে মনোনয়ন দিয়েছেন। এ কথার অল্প সময়ের মধ্যে বাকুড়ার সভায় মমতা বলেন, তৃণমূলের কোনও প্রার্থী কয়লা মাফিয়া, এটা প্রমাণ করতে পারলে দলের ৪২ প্রার্থীকেই তিনি প্রত্যাহার করে নেবেন। একই সঙ্গে মমতার হুঁশিয়ারি, যদি প্রমাণ না হয়, আপনাকে সবার সামনে এক শ’ বার কান ধরে উঠবস করতে হবে। খবর আনন্দবাজার অনলাইনের। প্রধানমন্ত্রীর উদ্দেশে মমতার পাল্টা প্রশ্ন, কয়লামন্ত্রক কার অধীনে? কেন্দ্রের। এ রাজ্যের কয়লা খনিগুলো সিআইএসএফ পাহারা দেয়। রাজ্য পুলিশ পাহারা দেয় না। নরেন্দ্র মোদি আপনার পুলিশ, আপনার দফতর পাহারা দেয়। আপনার ক্যাডাররা লুটপাট করে খায়। আর বলছেন তৃণমূলের লোক মাফিয়া! বিজেপিকে পাল্টা আক্রমণ করে মোদিকে মমতার হুঁশিয়ারি, ‘কয়লা দুর্নীতিতে আপনার লোকেরা যুক্ত আছে। ফাইলটা খুলব নাকি?
×