ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জিরাফের জন্য জুতো

প্রকাশিত: ০৮:৫৮, ১১ মে ২০১৯

 জিরাফের জন্য জুতো

যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরের দ্যা উডল্যান্ড পার্ক চিড়িয়াখানায় সম্প্রতি একটি জিরাফ শাবকের জন্ম হয়। জন্মের পর থেকে শাবকটির পা একটু দুর্বল ছিল। কয়েকদিন পর চিড়িয়াখানা কর্তৃপক্ষ খেয়াল করে এটি হাঁটতে পারছে না। তাই শাবকটি যাতে হাঁটতে পারে এজন্য চিড়িয়াখানা কর্তৃপক্ষ এটির জন্য একজোড়া জুতো বানিয়ে দিয়েছে। জুতো পরার পর জিরাফ শাবকটি এখন স্বচ্ছন্দে দাঁড়াতে পারছে এবং ধীরে ধীরে হাঁটতে পারছে। চিড়িয়াখানার উচ্চ পর্যায়ের একদল পশু বিশেষজ্ঞ পলিথিন ও পলিউড দিয়ে এই জুতো তৈরি করেছেন। এই জুতো জিরাফ শাবকটির শরীরের ভারসাম্য রক্ষায়ও কাজ করছে।-ইউপিআই
×