ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কানের ভেতর মাকড়সার বাসা

প্রকাশিত: ০৮:৫৮, ১১ মে ২০১৯

 কানের ভেতর মাকড়সার বাসা

চীনের এক রোগীর কানের ভেতর আস্ত মাকড়সার বাসা শনাক্ত করতে সক্ষম হয়েছেন একদল চিকিৎসক। দেশটির জিয়াংশু প্রদেশের ইয়াংজু শহরের এক হাসপাতালে সম্প্রতি ওই রোগী কানের চিকিৎসা নিতে আসেন। লি নামের ওই রোগী গত কয়েকদিন ধরে তার কানে প্রচন্ড ব্যথা অনুভব করছিলেন। এরপর হাসপাতালের শরণাপন্ন হলে প্রাথমিক পরীক্ষায় তার কানের ভেতর কিছু একটা নড়াচড়া করতে দেখা যায়। পরে আরও বড় ধরনের পরীক্ষায় দেখা যায় লি’র কানের ভেতর অতি ক্ষুদ্র মাকড়সা বাধা তৈরি করে দিব্যি বসবাস করছে। এর পর পানির সাহায্যে মাকড়সাটি বের করা হয়। -ইউপিআই
×