ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শিখর ডিঙিয়ে সূর্য

প্রকাশিত: ১০:৪৬, ১০ মে ২০১৯

  শিখর ডিঙিয়ে সূর্য

এবারের বইমেলায় এসেছে একটি নতুন কাব্য সংহিতা, ‘অরণ্যে সূর্যোদয়’। ফেসবুকের একটি সিক্রেট কাব্যসংঘের (সদস্য ছাড়া অন্য কেউ দেখতে পায় না) ‘পার্বত্য কাব্য’য়ে পোস্ট দেয়া কবিতাগুচ্ছ নিয়ে এ সঞ্চিতা। এ গ্রুপের সদস্যসংখ্যা প্রায় ৩ হাজার ৪ শ’। এদের কিছু ভাল কবিতা সংগ্রহ করে প্রতিজনের তিনটি কবিতা নিয়ে ৬২ জনের এ কাব্যসূর্য। লেখকদের তালিকায় বাংলাদেশ ও ভারতের কবিরা রয়েছেন। তাঁরা হচ্ছেন হাসান মঞ্জু, নিলোৎপল সিকদার, সুমিতা মুখোপাধ্যায়, কাছেন রাখাইন, আতাতুর্ক কামাল পাশা, চন্দ্রাবলী ব্যানার্জী, পারভীন সুলতানা, আঁখি খানম, পত্রলেখা ঘোষ, ইলা কারকাট্টা, রিম্পা ষড়ংগী, মনির আহমদ, সিমলী চৌধুরী সীমা, তরুণ জ্যোতি চাকমা, সুবর্ণা মজুমদার, শায়লা খান, কল্যাণ দে, মোঃ সেলিমুজ্জান, ঋতুপর্ণা ব্যানার্জী, প্রকৌশলী আমিনুল ইসলাম, স্মিতা উপধ্যায় চৌধুরী, সাজ্জাদ রায়হান, সন্দীপ পিপলাই, লোকমান হোসেন বিএসসি, জয়ন্তী দেবনাথ, দুলাল শর্মা, মহুয়া সমাদার, রিশু চৌধুরী, এইচ এম আলাউদ্দীন (আলো), যুবরাজ পাল রাজু, সাদিয়া শারমিন (এস কারমিন), প্রিয়তোষ চাকমা, রতন বসাক, অমর বিকাশ চাকমা, রেখা আচার্য, তানজিনা রহমান, বিজয় ¤্রাে, আরেফিন আহম্মেদ শিমুল, আইনুননাহার মজুমদার লুবনা, মোঃ জিয়েম আলী, উৎপল বিশ^াস, মাসুদা খান লিজা, অরুণ চাকমা, মোঃ হাসান শরীফ, ইব্রাহিম সেখ, শামীমা আক্তার নীলিমা, পঙ্কজ প্রামাণিক, মাইশা ইসলাম (মুক্তা), মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন, মোহাম্মদ নুরুল আলম, কাজল, মোঃ শফিকুল ইসলাম (শফিক), রোকসানা হক, মোঃ তোফায়েল হোসেন, নীলুফা ইয়াছমিন লিপি, মোহাম্মদ আজিজুল হক গাজী, লোকমান খান রুকন, মোঃ মুক্তাদির আহমাদ, এইচ পি রুবেল খান, আমজাদ হোসেন চিসতী, বাঁধন সিদ্দিকী, এম এম আর কে মিন্টু। আর এ বইটি উৎসর্গ করা হয়েছে এ গৃহেরই প্রখ্যাত কবি ও সাহিত্যিক ভারতের কাবেরী চ্যাটার্জীকে। প্রকাশিত কবিতার মধ্যে যেমন আছে অনেক আবেগের ঘোড়দৌড় তেমন রয়েছে মূল্যবান কিছু শব্দাবলির গুঞ্জরণ। হাসান মনজু একজন শক্তিশালী কবি, রাঙামাটি সাহিত্য পরিষদের সভাপতি, তাঁর ‘নিরাপদ সড়ক’ কাব্যে লিখেছেন, ‘নিরাপদ সড়ক চেয়ে হ্যাশট্যাগে/আর কত জীবন দিয়ে দাম চুকাই/রাশি রাশি ফুল নিয়ে স্কুল ব্যাগে/চলো আজ টিয়ার গ্যাসে কান্না লুকাই’ (পৃ-০৬)। কলকাতার কবি বাংলায় এম এ করা সুমিতা মুখোপাধ্যায় লিখেছেন, ‘আমাকে আমার প্রেতের মতো দেখায়,/এসেছিলাম, নিয়তির উঠোন থেকে/ফিরে যাচ্ছি, পৃথিবীর তারাদের সঙ্গে/ কিছুক্ষণ কথা হলো, পেয়ারাতলায়/ (পৃ-০৯)। কবি আঁখি খানম এ সংহিতাটির নামকরণ করেছেন আর তাই তাঁর ‘অরণ্যে সূর্যোদয়’ কবিতায় তিনি বলেন, ‘দেখেছ কি কখনও অরণ্যে সূর্যোদয়?/ অপূর্ব সুন্দর সে এক বিস্ময়!/ দিবাকরের কোমল আলোয়,/অরণ্য যেন সবুজ থেকে আরও সবুজ হয়’ (পৃ-২০)। ভারতের পত্রলেখা ঘোষ, ইলা কারকেট্টা, রিম্পা ষড়ংগী, সিমলী চৌধুরী সীমাসহ আরও বেশকিছু কবির কিছু ভাল কবিতা এ কাব্যগ্রন্থে রয়েছে। কবিতাগুলোর পাশে স্ট্যাম্প আকারের ছবি আছে কবিদের, সঙ্গে সংক্ষিপ্ত পরিচিতি। ঋতুপর্ণা ব্যানার্জীর ‘শব্দের বাৎসল্য নেই আর/ নির্জন ¯œানঘাট/নির্বাক কথারা সব চুপচাপ হেঁটে গেছে আলস্য সঞ্চারী মেঘের ঘ্রাণ/নিন্দে ওড়ে হাওয়ার দোষে/পিরামিডের নিস্তব্ধতায়’ (পৃ-৪১), লোকমান খান রুকুনের ‘ফেসবুক, হোয়ার্টস এ্যাপ, আর/ ইমু, মোবাইল ফোনে,/কত রকম মজা তোমরা/ করছো রাত্রি দিনে (পৃ-১১৭), বাঁধন সিদ্দিকীর ‘আজ আলেকজান্দ্রিয়া প্রাসাদে/ ক্লিওপেট্রার বান্ধবীদের মিলন মেলা বসবে’ (পৃ-১২৫), এমএমআর কে মিন্টুর ‘গণতন্ত্র আজ নিয়ন্ত্রিত!/সুশীলের নামে নীতি বাক্য শোনায়/প্রতিনিয়ত টেলিভিশন (পৃ-১২৭) চরণগুলো সমসাময়িক পৃথিবীকে আর সে পৃথিবীতে বিচরণ করা মানুষের আবেগকে তুলে ধরে, বলা চলে প্রায় প্রত্যেক কবিই যুগ সচেতন। আট ফর্মার বইয়ে খুব বেশি ভুল দেখা না গেলেও একই কবিতায় দু’ধরনের বানান কেমন করে সম্পাদক ও তাঁর সহ-সম্পাদকম-লী অনুমোদন করলেন, বোঝা গেল না। প্রচ্ছদ মোটামুটি সুন্দর। বাঁধাই ও মুদ্রণ পরিপাটি। আমরা পরবর্তী সংহিতা আরও উন্নতমানের আশা করি। পার্বত্য কাব্য অরণ্যে সূর্যোদয়, ১ম বর্ষ, ১ম সংখ্যা/সম্পাদনা রেজাউল করিম। প্রকাশক/ মোঃ ওমর ফারুক, বাসাপ বর্ণবিন্যাস, বাংলাবাজার, ঢাকা। প্রচ্ছদ/ রাজিব আহমেদ। মূল্য/৩০০ টাকা। প্রকাশ/ একুশে বইমেলা-২০১৯। আলোচক/আতাতুর্ক কামাল পাশা ০১৫৫৬৩১০৪৫২
×