ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুপ্রসাদ গোস্বামী

অশনাক্ত মানচিত্র

প্রকাশিত: ১০:৪১, ১০ মে ২০১৯

অশনাক্ত মানচিত্র

সূর্যাস্তের ভেতর দিয়ে প্রতিদিনই নগ্নপদে নেমে আসে রাত ক্রমবর্ধমান একটি বৃক্ষ দাঁড়িয়ে আছে। সারি সারি পড়ে থাকা শবাধারগুলোর কণ্ঠ থেকে ঝরে পড়ে আর ঝরে পড়ে জীবনের জয়গান মূর্তিমান দ্রষ্টার মতন সন্ধ্যা তারা আমার দিকে চেয়ে ্হাসে। সূর্যের আলো হাতে নিয়ে তুমি অপেক্ষায় থাক রমণ নিষিদ্ধ এখানে শোভাযাত্রায় বারণ আমি অশনাক্ত একটি মানচিত্রের সন্ধানে বেরিয়ে পড়েছি তুমি প্রস্তুত থেক আগামীকাল আন্তর্জাতিক সব গণমাধ্যমে প্রচারিত হবে সুসংবাদ।
×