ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত তিন

প্রকাশিত: ১০:৩০, ১০ মে ২০১৯

 নরসিংদীতে সড়ক  দুর্ঘটনায় নিহত  তিন

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও একজন আহত হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার কুন্দারপাড়া ও কামারটেক এলাকায় বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলো আরিফুর রহমান, রাসেল এবং শাহ আলম। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুরের কুন্দারপাড়ায় বাসের ধাক্কায় ২ মোটর সাইকেল আরোহী আরিফুর রহমান ও রাসেল নিহত হয়। এর আগে কামারটেক এলাকায় বাসের চাপায় এক রিক্সারোহী নিহত ও এক পথচারী আহত হয়। শিবপুর থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ফরিদপুরে যুবলীগ নেতা নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, ফরিদপুর শহরে রাস্তা পার হতে গিয়ে ইজিবাইকের ধাক্কা খেয়ে নিহত হয়েছেন যুবলীগ নেতা কৌশিক দাস (৪৯)। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের রেডক্রিসেন্ট মার্কেট সংলগ্ন ইলেক্ট্রা ট্রেডার্সের সামনে মুজিব সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কৌশিক দাস শহরের গোয়ালচামট মহল্লার খোদাবক্স সড়ক এলাকার মৃত কালাচাঁদ দাসের ছেলে। তিন ভাই ও তিন বোনের মধ্যে তিনি দ্বিতীয়। তিনি বিবাহিত এবং এক মেয়ের বাবা। কৌশিক দাস জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। তিনি এর আগে শহর যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঘটনার প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী আল আমিন নাইমুল হক জানান, সড়ক পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন কৌশিক। একটি ইজিবাইক দ্রুতগতিতে এসে কৌশিককে ধাক্কা দিলে তিনি সড়কের ওপর পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর ইজিবাইক চালক পালিয়ে যায়। এলাকাবাসী কৌশিককে উদ্ধার করে স্থানীয় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফএম নাসিম বলেন, মেডিক্যাল কলেজ হাসপাতালে কৌশিককে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সিলেটে পথচারী স্টাফ রিপোর্টার সিলেট অফিস থেকে জানান, বিয়ানীবাজারে এ্যাম্বুলেন্সের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। তার নাম শামীম আহমদ (৩৫)। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় সিলেট-বিয়ানীবাজার সড়কের মোহাম্মদপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, সড়ক পার হওয়ার সময় শামীম আহমদকে সিলেট থেকে ছেড়ে আসা একটি এ্যাম্বুলেন্স ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। এ সময় এ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। নওগাঁয় দুই আরোহী নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, বুধবার রাতে পত্নীতলা উপজেলার শিবপুর মোড়ের শিবদীঘি এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরবাইক আরোহী নিহত হয়েছে। নিহতরা হলো পোরশা উপজেলার কুশারপাড়া এলাকার রমজান আলীর ছেলে রতন ম-ল (২৮) এবং একই এলাকার আনিছুর রহমানের ছেলে সোহেল রানা (৩০)। জানা গেছে, ঘটনার সময় তিনজন একটি মোটরবাইকে পোরশা থেকে মহাদেবপুর অভিমুখে যাওয়ার পথে পত্নীতলা উপজেলার শিবপুর মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে ওভারটেক করে সাইড দিয়ে যাওয়ার সময় খড় বিছানো সড়কের গর্তে পড়লে মোটরবাইকে থাকা ২ আরোহী ছিটকে ট্রাকের নিচে পড়ে যায়। এতে করে ঘটনাস্থলেই মোটরবাইক আরোহী সোহেল রানা নিহত হয় এবং রতন ম-ল নামে আর একজন আহত হয়। এ সময় অপর মোটরবাইক আরোহী পালিয়ে যায়।
×