ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মহাস্থানগড়ের শেষ বৈশাখের মেলায় এবার গাঁজার ধোঁয়া ওড়েনি

প্রকাশিত: ১০:২৬, ১০ মে ২০১৯

 মহাস্থানগড়ের শেষ বৈশাখের মেলায়  এবার গাঁজার  ধোঁয়া ওড়েনি

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ মহাস্থানগড়ে বৈশাখের শেষ বৃহস্পতিবারের ঐতিহ্যের বাউলমেলা এবার রমজান মাস থাকায় জমে ওঠেনি। মেলাকে ঘিরে গাঁজার যে আসর হতো বছর কয়েক হয় সর্বস্তরের মানুষের সহযোগিতায় তা রোধ করা গেছে। এবারও প্রকাশ্যে কোন ধরনের ধোঁয়া ওড়েনি। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন মহাস্থানগড়ের মেলাকে সুষ্ঠুভাবে পালন করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়। সাড়ে চারশ’ পুলিশ সর্বক্ষণিক মোতায়েন ছিল। সঙ্গে ছিল দুইশ’ স্বেচ্ছাসেবক। মেলার এই দিনে মহাস্থানগড়ে বড় ওরশ হয়। এবার রমজানের কারণে এই ওরশের সময় পরিবর্তিত করা হয়েছে। তবে সন্ধ্যার পর ওরশ সংক্ষিপ্ত পরিসরে ধরে রাখা হয়। এবার ছিল বাঙালীর চিরন্তন মেলার আবহ। মেলা প্রাঙ্গণে দিনে বেচাকেনা তেমন ছিল না। দোকানিরা প্রতিবারের মতো এবারও পসরা সাজিয়ে বসে। তবে মহাস্থানগড়ের ঐতিহ্যের খাবার কটকটি বেচাকেনা শতগুণ বেড়ে যায়। দূর-দূরান্ত থেকে আসা লোকজন কটকটি কিনে নেয়। মহাস্থানগড়ের এই মেলায় বড় একটি অধ্যায় ধরে রাখে জটাধারী সাধু সন্ন্যাসী। এবারও তারা এসেছিল। তবে সংখ্যায় কম।
×