ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভূমি বরাদ্দের দাবিতে বগুড়ায় ভূমিহীনদের মানববন্ধন

প্রকাশিত: ১০:২৬, ১০ মে ২০১৯

  ভূমি বরাদ্দের দাবিতে বগুড়ায় ভূমিহীনদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ শেরপুর সরকারী খাস সম্পত্তিতে অবস্থানরত প্রায় দু’শ’ ভূমিহীন পরিবার ভূমি বরাদ্দ দেয়ার দাবিতে বৃহস্পতিবার শহরে মানববন্ধন করেছে। ভূমিহীনরা তাদের উচ্ছেদের ষড়যন্ত্র ও নির্যাতনের প্রতিবাদ জানায়। বগুড়া প্রেসক্লাবের সামনে স্টেশন রোডে দুপুরে এই মানববন্ধন ও সমাবেশ শেষে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়। ভূমিহীন পরিবাররা জানিয়েছে, শেরপুরের কুশম্বি ইউনিয়নের বাগড়ায় সরকারী খাস খতিয়ানের একটি দিঘির চারপাশে প্রায় দু’শ’ ভূমিহীন পরিবার বছরের পর বছর ধরে বসবাস করছে। পরিবারগুলোর বেশিরভাগ যমুনার ভাঙ্গনে বাড়িঘর জমি হারিয়ে এখানে আশ্রয় নিয়েছে। ভূমিহীনরা জানিয়েছে, তারা কুশম্বি ইউনিয়নের যে দিঘির পাশে থাকেন সেটি প্রায় ২৭ একর জায়গার ওপর। দিঘির চারপাশে ভূমিহীনরা ঘর তুলে বসবাস করে। যারা এখানে থাকেন তারা প্রায় সবাই দিনমজুর। সম্প্রতি এক ব্যক্তি দিঘিটি ব্যক্তিগত দাবি করে তা দখল ও ভূমিহীনদের উচ্ছেদ করার চেষ্টা করছে। ভূমিহীনদের দাবি, তাদের হুমকিসহ দিঘিতে গোসলও করতে দেয়া হচ্ছে না।
×