ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশিত: ১০:২৪, ১০ মে ২০১৯

 শিক্ষা উপকরণ বিতরণ

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ দেশের শিক্ষার মান উন্নয়নে ডিজিটাল পদ্ধতি ব্যবহারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি। বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরদী উপজেলা পরিষদে আয়োজিত সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আহাম্মদ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস, পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, এসিল্যান্ড মমতাজ মহল, ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী, শিক্ষা অফিসার মৃনাল কান্তি সরকার, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম উপস্থিত ছিলেন। শামসুর রহমান শরীফ এমপি ৭৩ স্কুলে ৭৫ প্রজেক্টর সেট এবং ১০০ স্কুলে ১২১ সাউন্ড বক্স বিতরণ করেন।
×