ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইউজিসিতে হিট প্রকল্প নিয়ে সভা

প্রকাশিত: ১০:২৪, ১০ মে ২০১৯

 ইউজিসিতে হিট প্রকল্প নিয়ে সভা

প্রস্তাবিত ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন এ্যান্ড ট্রান্সফরমেশন’ (হিট) প্রকল্প নিয়ে একটি টেকনিক্যাল মিটিং মঙ্গলবার ইউজিসিতে অনুষ্ঠিত হয়। সভায় প্রকল্পের কাঠামো, প্রস্তুতি, অগ্রগতি, অর্থায়ন, বাস্তবায়ন ও সময়সীমা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লার সভাপতিত্বে উক্ত সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মোঃ আখতার হোসেন, ইউজিসি সচিব ড. মোঃ খালেদ, বিশ্বব্যাংকের সিনিয়র অপারেশন্স অফিসার ড. মোখলেছুর রহমান, ইউজিসির বিভাগীয় প্রধানগণ এবং বিশ্বব্যাংকের পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। দক্ষ স্নাতক তৈরি, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহে সুশাসন ও একটি আঞ্চলিক নেটওয়ার্ক প্রতিষ্ঠা এবং নারী শিক্ষার উৎকর্ষে এ প্রকল্পে কার্যকরী ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, ইউজিসি হিট প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা। বিজ্ঞপ্তি
×