ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশাল নগরীর নয়টি ব্যবসা প্রতিষ্ঠানে তালা

প্রকাশিত: ১০:২৩, ১০ মে ২০১৯

  বরিশাল নগরীর নয়টি ব্যবসা প্রতিষ্ঠানে তালা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করায় নয়টি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন। যার মধ্যে মেহেদী কেক হাউস নামের একটি বেকারি সিল করে দেয়া হয়েছে। এছাড়া ট্রেড লাইসেন্সের বকেয়া পরিশোধ না করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা অর্থদন্ড প্রদান ও আরও নয়টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে চলতি বছরের বকেয়া ৩৩ হাজার ১৯৯ টাকা আদায় করা হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের রূপাতলী এলাকায় সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স শাখার কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন। পর্যায়ক্রমে নগরীর ৩০টি ওয়ার্ডে এ অভিযান অব্যাহত থাকবে। তথ্যের সত্যতা নিশ্চিত করে সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স শাখার সুপারিনটেনডেন্ট শহিদুল ইসলাম জানান, এক বছরের অধিক সময় ট্রেড লাইসেন্সের বকেয়া পরিশোধ না করায় রূপাতলী এলাকার টাইলস বিতান, হোটেল রূপাতলী (আবাসিক), নেসারিয়া স্টোর্স এবং আনোয়ার, শরীফ ও ইমন ফল ঘর থেকে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই অভিযানে ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করায় ওই এলাকার একটি প্রতিষ্ঠান সিলগালাসহ নয়টি প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। এরমধ্যে সিল করা মেহেদী কেক হাউস নামের বেকারি প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্সসহ কোন প্রকার বৈধ কাগজপত্রই পাওয়া যায়নি। তাই ওই প্রতিষ্ঠান বাদে তালা ঝুলিয়ে দেয়া বাকি আটটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে সিটি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স গ্রহণের জন্য নির্দেশ দেয়া হয়েছে।
×