ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সূচনা বসুন্ধরা কিংসেরও

দ্বিতীয় পর্বে ঢাকা আবাহনীর শুভসূচনা

প্রকাশিত: ১০:২০, ১০ মে ২০১৯

 দ্বিতীয় পর্বে ঢাকা আবাহনীর শুভসূচনা

তাহমিন হক ববী, নীলফামারী থেকে ॥ প্রথমপর্ব শেষের ঠিক ১৮ দিন বিরতির পর প্রিমিয়ার ফুটবল লীগে (বিপিএল) দ্বিতীয়পর্বের খেলার সূচনায় জয় দিয়েই শুরু করেছে বসুন্ধরা কিংস। ফণী ঘূর্র্ণিঝড়ের মতোই ‘দ্য কিংস’রা উড়িয়ে দিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। বৃহস্পতিবার উত্তরাঞ্চলের নীলফামারীর শেখ কামাল আন্তর্জান্তিক স্টেডিয়ামে প্রথম রাউন্ডের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বসুন্ধরা কিংস জয় কুড়িয়ে নেয় ৩-১ গোলে। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল স্বাগতিক কিংস। কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন দ্বিতীয়পর্বের খেলা শুরুর আগেই বলেছিলেন দলে দ্বিতীয়পর্বের প্রথম ম্যাচ থেকেই আমরা প্রথম লেগের ধারাবাহিকতা বজায় রাখব। থাকতে চাই সবসময় পয়েন্ট টেবিলের শীর্ষে। কিংসের তিনটি গোলেরই এ্যাসিস্ট করেন কোস্টারিকান মিডফিল্ডার ড্যানিয়েল কলিনড্রেস, যিনি ২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলেছিলেন। খেলা শুরুর প্রথম আধঘণ্টায় আক্রমণ-পাল্টা করে খেলে দু’দলই। গোল করার সুযোগ নষ্ট করে উভয় দলই। তবে ৩৬ মিনিটে সুযোগ কজে লাগিয়ে আগে গোল করে এগিয়ে যায় কিংসরা। ড্যানিয়ালের পাস পান বখতিয়ার। বখতিয়ার বল এগিয়ে দিলে তীব্র শটে মার্কোস ভিনিসিয়াস কিংসকে এগিয়ে নেন (১-০)। দ্বিতীয়ার্ধে কিংস গোলের সংখ্যা বাড়াতে মরিয়া হয়ে খেললেও ৭ মিনিটের (৫২ মিনিটে) মাথায় শেখ জামালের সোলোমনের কাছে পাস পেয়ে ইমেল সাম্বু সুযোগ কাজে লাগিয়ে সমতা ফিরিয়ে আনে (১-১)। এর চার মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে বসুন্ধরা। কর্নার পায় তারা। কর্নার শট নেন ড্যানিয়াল। বল চলে আসে ইমন মাহমুদের পায়ে। তিনি বল ঠেলে দেন মতিন মিয়ার কাছে। সুযোগ পেয়ে মতিন মিয়া চমৎকার হেডে জামালের জালে বল জড়িয়ে দেন (২-১)। ৬৩ মিনিটে কিংসের মার্কোস ভিনিসিয়াসের কাছ থেকে বল পেয়ে মতিন মিয়া এবারও সুযোগ হাতছাড়া করেননি (৩-১)। বাকি সময়টায় উভয় দলই আর কোন গোল করতে পারেনি। ফলে রেফারির খেলা শেষ হবার বাঁশি বাজালে পূর্ণ ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে নবাগত-শিরোপা প্রত্যাশী বসুন্ধরা। ১৩ ম্যাচের ১২টিতেই এ নিয়ে জিতলো বসুন্ধরা। ১টি ড্র করার পাশাপাশি লীগের একমাত্র দল হিসেবে এখনও কোন ম্যাচে হারেনি তারা। ৩৭ পয়েন্ট নিয়ে এখনও শীর্ষস্থান ধরে রেখেছে তারা। পক্ষান্তরে সমান ম্যাচে এটা পঞ্চম হার তিনবারের লীগ চাম্পিয়ন জামালের। ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সাত থেকে আটে নেমে গেল তারা। স্বাগতিক নোফেলকে হারালো আবাহনী ॥ একইদিনে অনুষ্ঠিত অপর ম্যাচে স্বাগতিক নোফেল স্পোর্টিংকে হারিয়েছে লীগের বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড। নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে অনুষ্ঠিত এই খেলায় ‘দ্য স্কাই ব্লু ব্রিগেড’রা জেতে ২-০ গোলে। প্রথমার্ধেই সবগুলো গোল হয়। বিজয়ী দলের নাইজিরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবা ৫ মিনিটে এবং বাংলাদেশী ফরোয়ার্ড নাবিব নেওয়াজ জীবন ৩৬ মিনিটে গোলগুলো করেন। সর্বোচ্চ গোলদাতার লড়াইটা এ দুজন বেশ ভালই জমিয়ে তুলেছেন এটা সানডের দশম ও জীবনের নবম গোল। নিজেদের ত্রয়োদশ ম্যাচে এটা ১৭ বারের লীগ শিরোপাধারী আবাহনীর একাদশ জয়। আগের ২ হারে তাদের মোট পয়েন্ট ৩৩। আগের মতোই তারা আছে দ্বিতীয় স্থানে। পক্ষান্তরে সমান ম্যাচে এটা নোফেলের অষ্টম হার। ৯ পয়েন্ট তাদের। অবস্থান দশম। মুক্তিযোদ্ধার বিরুদ্ধে বড় জয় চট্টগ্রাম আবাহনীর ॥ গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দু’বারের লীগ চ্যাম্পিয়ন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বন্দরনগরীর দল চট্টগ্রাম আবাহনী লিমিটেড। জয়ী দলের মমোদৌও বাও জোড়া গোল করেন। এছাড়া ১টি করে গোল করেন কিংসলে ও দিদারুল। বিজিত দলের কাতো একটি গোল করেন। নিজেদের ১৩তম ম্যাচে এটা চতুর্থ জয় ‘ব্লু পাইরেটস্’ খ্যাত চট্টগ্রাম আবাহনীর। ১৭ পয়েন্ট তাদের। অবস্থান ষষ্ঠ। পক্ষান্তরে সমান ম্যাচে এটা মুক্তিযোদ্ধার ষষ্ঠ হার। পয়েন্ট ১৫।
×