ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এ্যালেগ্রির প্রশংসায় ইব্রাহিমোভিচ

প্রকাশিত: ১০:১৮, ১০ মে ২০১৯

 এ্যালেগ্রির প্রশংসায় ইব্রাহিমোভিচ

স্পোর্টস রিপোর্টার ॥ ইতালিয়ান সিরি’এ লীগের রেকর্ড অষ্টম শিরোপা জিতেছে জুভেন্টাস। সেই সঙ্গে ইতালিয়ান সুপার কাপেও চ্যাম্পিয়ন হয়েছে ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রির দল। কিন্তু উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে এবারও ব্যর্থ ইতালিয়ান জায়ান্টরা। আয়াক্সের কাছে হেরে টুর্নামেন্টের কোয়ার্টঠর ফাইনাল থেকেই যে বিদায় নেয় জুভেন্টাস। এরপরই সমালোচনার কবলে পড়েন ক্লাবটির অভিজ্ঞ কোচ ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রি। বিতর্ক শুরু হয় তার খেলার স্টাইল নিয়েও। তবে এ্যালেগ্রির কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন জুভেন্টাসের এক সময়ের স্ট্রাইকার জøাতান ইব্রাহিমোভিচ। বর্তমানে মেজর সকার লীগের দল গ্যালাক্সির হয়ে খেলছেন সুইডেনের সাবেক এই তারকা ফুটবলার। ৩৭ বছর বয়সী এই স্ট্রাইকার এক সাক্ষাতকারে বলেন, ‘এ্যালেগ্রি সঠিক। কিন্তু ফুটবলে শুধু জয়টাকেই হিসেব করা হয়। আপনি যদি ভাল খেলেও হেরে যান তাহলে ফুটবলে এটাকে হিসেব করা হবে না। আপনি যদি সাংবাদিকও হন তাহলেও একমত হবেন যে, কেউ যদি ভাল খেলে কিন্তু হেরে যায় তথাপি তার বিষয়ে কোন রকমের বাছ-বিচার না করেই লেখা হয়।’ বয়সে সাঁইত্রিশকেও ছাড়িয়ে গেছেন ইব্রাহিমোভিচ। ক্লাব ফুটবলে এখনও দাপুটে পারফর্মেন্স উপহার দিচ্ছেন তিনি। তার সুদীর্ঘ ক্যারিয়ারে জিতেছেন অসংখ্য শিরোপা। হল্যান্ড, ইতালি, স্পেন এমনকি ফ্রান্সের লীগ শিরোপা জয়েরও স্বাদ পেয়েছেন তিনি। এই সময়ে খেলেছেন আয়াক্স, ইন্টার মিলান, বার্সিলোনা, এসি মিলান এবং প্যারিস সেইন্ট জার্মেইর জার্সিতে। চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা না জেতাতে পারায় জুভেন্টাস ছাড়াটা এ্যালিগ্রির জন্য সময়ের ব্যাপার বলে মনে করছেন অনেকে। তবে জুভেন্টাস ছাড়লে পরের মৌসুমে ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রিকে কোচ হিসেবে পেতে চায় ইব্রাহিমোভিচেরই সাবেক ক্লাব পিএসজি। আর জুভেন্টাস তারকা পাওলো দিবালাকে দলে পেতে আগ্রহী ম্যানচেস্টার ইউনাইটেড ও বেয়ার্ন মিউনিখের মতো ক্লাবগুলো। গত ৫ বছরে জুভেন্টাসকে ১১টি বড় শিরোপা জেতান এ্যালেগ্রি। কিন্তু রোমভিত্তিক একটি ক্রীড়া বিষয়ক পত্রিকায় প্রকাশিত তথ্যানুযায়ী টমাস টাচেলের উত্তরসূরি হিসেবে এ্যালেগ্রিকে দলে পেতে জোর চেষ্টা চালাচ্ছে প্যারিস জায়ান্টরা। ক্রিস্টিয়ানো রোনাল্ডো যোগ দেয়ার পর থেকেই জুভেন্টাসের একাদশে কিছুটা অনিয়মিত পাওলো দিবালা। এই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে নাকি ছেড়েও দিতে চায় ইতালির ক্লাবটি। গ্রীষ্মকালীন দলবদলে সিরি’এ চ্যাম্পিয়নরা তার মূল্য ধরতে পারে ১০০ মিলিয়ন ইউরো। ট্রান্সফার মার্কেটে বেশ কদরও রয়েছে ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডের। এরই মধ্যে নাকি তোড়জোড় শুরু করে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। যদিও আরেক জায়ান্ট বেয়ার্ন মিউনিখও দিবালাকে দলে পেতে বেশ আগ্রহী। এদিকে স্প্যানিশ লা লিগা ও বুন্দেসলিগার তুলনায় ইংলিশ প্রিমিয়ার লীগই বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বলে মনে করেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্ডিওলা। কোচিং ক্যারিয়ারে যেখানেই গেছেন, পেপ গার্ডিওলা জিতেছেন সম্ভাব্য সবকিছু। স্পেন, জার্মানি ঘুরে দাপট দেখাচ্ছেন ইংল্যান্ডেও। চ্যাম্পিয়ন্স লীগসহ বার্সিলোনাকে জিতিয়েছেন হেক্সা। লা লিগায় সফল এই কোচের শিরোপা আছে ৩টি। বেয়ার্ন মিউনিখের হয়ে বুন্দেসলিগায়ও আছে ৩ শিরোপা। পরে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়ে শোকেসে পুরেছেন ইপিএলের ট্রফিটাও। শিরোপা ধরে রাখার দারুণ সম্ভাবনা আছে এবারও। তবে বর্ণিল কোচিং ক্যারিয়ারে ইংলিশ লীগকেই সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনে হয়েছে গার্ডিওলার। লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, আর্সেনাল, টটেনহ্যামের মতো দলের সঙ্গে লড়াই করে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠা কঠিন ব্যাপার। তাই কোচিং ক্যারিয়ারে ইংল্যান্ডেই সবচেয়ে বেশি স্নায়ুচাপের পরীক্ষা দিতে হয়েছে তাকে।
×