ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ

প্রকাশিত: ১০:১৪, ১০ মে ২০১৯

 বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশে অনুষ্ঠিত হবে  সাফ চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২০ সালকে ‘মুজিব বর্ষ’ হিসেবে উদযাপনের ঘোষণা দিয়েছেন। বছরব্যাপী নানা আয়োজনে পালিত হবে বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। আর এ আয়োজনের একটা বড় অংশ জুড়েই থাকবে খেলাধুলা। ঘরোয়া ও আন্তর্জাতিক নানা টুর্নামেন্ট হবে ওই বছর। আগামী বছর ১৭ মার্চ থেকে পরের বছর ১৭ মার্চ পর্যন্ত উদযাপিত হবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। এ উপলক্ষে যেসব খেলাধুলা অনুষ্ঠিত হবে তার অন্যতম হবে দক্ষিণ এশিয়ার দেশগুলো নিয়ে ফুটবল টুর্নামেন্ট। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন তার পরিকল্পনার কথা উল্লেখ করেছেন আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন উপ-কমিটির সভায়। গত মাসে কমিটির প্রথম যে সভা হয়েছিল সেখানে বাফুফে সভাপতি বঙ্গবন্ধুর নামে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের পাশাপাশি ইউরোপের দুটি দেশ এনে একটি প্রীতি ম্যাচ আয়োজনের কথাও বলেছেন। উল্লেখ্য, এর আগে ২০০৩, ২০০৯ ও ২০১৮ সালে বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল ‘দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ ফুটবল’ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপের আসর। সব ঠিকঠাক থাকলে ২০২০ সালেও আসরটি বাংলাদেশে অনুষ্ঠিত হবে। তবে এবার সেটা হবে বঙ্গবন্ধুর নামে। যদিও আগামী বছর সাফ চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা ছিল ভারতে। কিন্তু বাফুফে চাইছে আসরটি নিজেদের দেশেই আয়োজন করতে। এর নেপথ্য শক্তি অবশ্যই আছে। কেননা সাফের সভাপতি যেমন বাংলাদেশের (সালাউদ্দিন), তেমনি এর সাধারণ সম্পাদও একই দেশের (আনোয়ারুল হক হেলাল)। বাফুফে সূত্রে জানা গেছে- ইতোমধ্যেই সাফের সভায় বাংলাদেশের অভিপ্রায়ের কথা ব্যক্ত করা হয়েছে এবং বাকি সদস্য দেশগুলোর মৌখিক সম্মতিও নাকি পেয়ে গেছে বাংলাদেশ। এছাড়া বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীতে আটটি বিভাগীয় দল নিয়ে ঢাকা ও সিলেটে বঙ্গবন্ধু গোল্ডকাপে নামে আরও একটি টুর্নামেন্ট আয়োজনের বিষয়টিও পরিকল্পনায় রেখেছে বাফুফে।
×