ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

এরশাদের অবর্তমানে রাজনীতিতে শূন্যতা সৃষ্টি হবে ॥ জিএম কাদের

প্রকাশিত: ০৯:৫৫, ১০ মে ২০১৯

 এরশাদের অবর্তমানে  রাজনীতিতে শূন্যতা  সৃষ্টি হবে ॥ জিএম কাদের

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম মোহম্মদ কাদের বলেছেন, হুসেইন মুহম্মদ এরশাদের অবর্তমানে শুধু জাতীয় পার্টি নয়, বাংলাদেশের রাজনীতিতেই একটা বড় ধরনের শুন্যতা সৃষ্টি হবে। তিনি বলেন, সবাই মিলেই ঐক্যবদ্ধভাবে আমরা জাতীয় পার্টিকে ধরে রাখব। আমরা এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্মের শক্তিকে কাজে লাগাব। নবীন ও প্রবীণের অভিজ্ঞতার সমন্বয়ে জাতীয় পার্টি আরও সামনে এগিয়ে যাবে। বৃহস্পতিবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আটজন প্রেসিডিয়াম সদস্য যুক্ত হলো জাপায় ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ একসঙ্গে ৮ জন নেতাকে দলের প্রেসিডিয়াম সদস্য বানালেন। এরমধ্যে একজন সাবেক মন্ত্রী, দুইজন এমপি, একজন সাবেক ছাত্রনেতা ও ব্যবসায়ীও রয়েছেন। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এরশাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পার্টির গঠনতন্ত্রে ২০/১/ক ধারা মোতাবেক এ সিদ্ধান্ত নেয়া হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে। নতুন প্রেসিডিয়াম সদস্যদের মধ্যে রয়েছেন, কাজী মামুনুর রশিদ (ব্যবসায়ী), সৈয়দ দিদার বখত্ (সাবেক মন্ত্রী), জাফর ইকবাল সিদ্দিকী (সাবেক এমপি), নাজমা আকতার এমপি, আব্দুস সাত্তার মিয়া, আলমগীর সিকদার লোটন (সাবেক ছাত্রনেতা), এমরান হোসেন মিয়া, এবং মেজর অব. রানা মোহাম্মদ সোহেল এমপি।
×