ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আন্দোলন করায় খালেদাকে আটকে রাখা হয়েছে ॥ ফখরুল

প্রকাশিত: ০৯:৫৪, ১০ মে ২০১৯

 আন্দোলন করায়  খালেদাকে  আটকে রাখা  হয়েছে ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ গণতন্ত্রের জন্য আন্দোলন-সংগ্রাম করায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়ে কারাগারে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, শুধুমাত্র গণতন্ত্রের কর্মী হওয়ায় বিরোধী দলের বহু নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। একদলীয় শাসন ব্যবস্থাকে ধ্বংস করে তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। বর্তমান সরকার অন্যায়ভাবে দেশের জনগণের সকল অধিকার কেড়ে নিয়ে দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার পাঁয়তারা করছে। যে জাতি ১৯৭১ সালে গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছিল, সেই জাতির কাছ থেকে গণতন্ত্রকে হরণ করে নেয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য মওদুদকে সিঙ্গাপুর নেয়া হয়েছে ॥ উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে সিঙ্গাপুর নেয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাকে সিঙ্গাপুর নেয়া হয়। ব্যারিস্টার মওদুদ আহমদের ব্যক্তিগত সহকারী মমিনুর রহমান সুজন সাংবাদিকদের জানান, ব্যারিস্টার মওদুদ আহমদকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মওদুদ আহমদের সঙ্গে ঢাকা থেকে সঙ্গে গিয়েছেন তার স্ত্রী হাসনা মওদুদ।
×