ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সুস্থ হয়ে উঠছেন সুরকার আলাউদ্দীন আলী

প্রকাশিত: ০৯:৪৩, ৯ মে ২০১৯

সুস্থ হয়ে উঠছেন সুরকার আলাউদ্দীন আলী

অনলাইন রিপোর্টার ॥ বরেণ্য সুরকার-সঙ্গীত পরিচালক আলাউদ্দীন আলী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। দীর্ঘ এক মাস ধরে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) তার চিকিৎসা চলছে। বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন চিকিৎসক। সিআরপির নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম বলেন, ‘মাস খানেক আগে বরেণ্যে এই শিল্পী গুরুতর অসুস্থ হয়ে যাওয়ার পর আমাদের সঙ্গে কয়েকজন সঙ্গীতশিল্পী যোগাযোগ করেন। পরে গত ৮ এপ্রিল এখানে তাকে ভর্তি করানো হয়। তিনি এখন আগের চেয়ে একটু সুস্থ। এখানে যে ধরনের সুবিধা দেওয়া সম্ভব আমরা তাকে সব ধরনের সুবিধা দিচ্ছি। আশা করি খুব শিগগিরই তিনি আবার গানে ফিরে আসবেন।’ আলাউদ্দিন আলীর স্ত্রী মিমি আলাউদ্দীন বলেন, আমার স্বামীর অসুস্থতাজনিত কারণে আমি খুব বিপাকে পড়েছিলাম। কী করবো বুঝতে পারছিলাম না। তিনি অনেক অসুস্থ ছিলেন। সিআরপি আনার পর অনেকটা সুস্থ হয়েছেন। সাথে আমিও চিন্তামুক্ত হয়েছি। কারণ তার অসুস্থের ধরণটা অনেক বড় ছিল। আমি সিআরপির কাছে কৃতজ্ঞ। তার এই সুস্থতা ফিরে আসায় আমাদের নয় বছরের মেয়ে আদ্রীতা আলাউদ্দিন রাজকন্যাও খুব খুশি।’
×