ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঝলক

প্রকাশিত: ০৯:২৮, ১০ মে ২০১৯

 ঝলক

ঘুষ দাবি করায় জুতাপেটা পুলিশের ইউনিফর্ম পরিহিত এক নারীর সামনে অপর এক নারী এক ব্যক্তির শার্টের কলার ধরে মারপিট করছেন। শুধু তাই নয়, জুতা হাতে ইচ্ছে মতো পেটাচ্ছেন তাকে। তাকে টেনে-হিঁচড়ে রাস্তায় নিয়ে যাচ্ছেন তিনি। পরে যখন ওই ব্যক্তি কোন রকমে ছুটে গিয়ে গাড়িতে ওঠেন, তখন জুতা পরে ঘটনাস্থল থেকে বাড়ির পথে রওয়ানা দেন ওই নারী। ভারতের দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে নারীর কাছে ৫০ হাজার রুপী ঘুষ দাবি করেছিলেন ওই ব্যক্তি। তাকে অর্থ দেয়ার কথা বলে ডেকে আনেন ওই নারী। অন্যদিকে, ঘুষ দাবি করায় পুলিশের কাছে খবর দেন। ওই নারী বলেন, তাকে গ্রেফতারের উদ্দেশেই অর্থ দেয়ার কথা বলে ডেকে আনেন তিনি। পরে পুলিশের কর্মকর্তারা তাকে আটক করেন। এ ঘটনা ঘটেছে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খ-ের জামশেদপুরের ম্যাঙ্গো এলাকায়। মারধরের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, অভিযুক্ত ওই প্রতারকের ওপর হামলা চালান অপর এক ব্যক্তি। তাকে রাস্তায় ফেলে লাঠি দিয়ে পেটান তিনি। ওই নারীর অভিযোগ, পারিবারিক সমস্যা সমাধানে সহায়তার প্রস্তাব দিয়ে ওই ব্যক্তি ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। নিজেকে দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়েছিলেন তিনি। ওই ব্যক্তির কাছে ভুয়া আইডি কার্ড পাওয়া গেছে বলে জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা। তাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। -ইন্ডিয়া টুডে কৃত্রিম পায়ে ছোট্ট শিশুর নাচ আফগানিস্তানের পাঁচ বছরের শিশু আহমাদ হাসপাতালের ওয়ার্ড এবং বারান্দায় ঘুরে ঘুরে মনের খুশিতে নেচে যাচ্ছে। কৃত্রিম পা পাওয়ার আনন্দেই তার এ নাচ। মাত্র আট মাস বয়সে তালেবান ও আফগান সেনাবাহিনীর বন্দুকযুদ্ধের মধ্যে পড়ে পা হারায় আহমাদ সায়েদ রহমান। তারপর থেকে কৃত্রিম পা (প্রোস্থেটিক লেগ) তার সঙ্গী। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এখন পর্যন্ত তার চারবার পা পাল্টাতে হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আহমেদের নাচের ভিডিও পোস্ট করার পর তা ভাইরাল হয়। আফগান রেড ক্রসের ফিজিওথেরাপিস্ট মুলকারা রহিমি সম্প্রতি টুইটারে আহমাদের নাচের ওই ভিডিওটি পোস্ট করেন। মাত্র এক দিনে পাঁচ লাখের বেশি মানুষ ওই ভিডিওটি দেখেছেন। পরদিন কাবুলের সাংবাদিকদের সামনে নিজের নাচের দক্ষতা দেখায় আহমাদ। ওই দিন সন্ধ্যায় স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রধান খবর ছিল ‘আহমাদের নাচ’। টুইটারে আহমাদের ভিডিওতে শত শত কমেন্ট পড়েছে। অনেকে তার সাহায্যে এগিয়ে যাওয়ার ইচ্ছাও জানিয়েছেন। রাজধানী কাবুলে রেড ক্রসের অর্থপেডিক সেন্টারে তার মা রাইসা সাংবাদিকদের বলেন, ‘সে সব সময় নেচে নেচে কৃত্রিম পা পাওয়ার আনন্দ প্রকাশ করে। সে কৃত্রিম পা পেয়ে নিজে নিজেই চলাফেরা করছে দেখে আমিও খুব খুশি।’ আহমাদের ফিজিওথেরাপিস্ট সামিন সারওয়ারি বলেন, সে খুব দ্রুত বড় হচ্ছে। যে কারণে প্রায় প্রতিবছরই তার কৃত্রিম পা পাল্টাতে হচ্ছে। কাবুলের দক্ষিণের লোগার প্রদেশের বাসিন্দা আহমাদের বাবা-মা কৃষি শ্রমিক। -বিবিসি
×