ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পঞ্চম ধাপে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা

প্রকাশিত: ০৯:২৭, ১০ মে ২০১৯

 পঞ্চম ধাপে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা

স্টাফ রিপোর্টার ॥ পঞ্চম ধাপে উপজেলায় নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়েছে। এই ধাপের ১৬ উপজেলায় নির্বাচন হবে আগামী ১৮ জুন। বৃহস্পতিবার এসব উপজেলায় ভোটের তফসিল প্রজ্ঞাপন আকারে জারি করা হয়েছে। ইসির উপ-সচিব মাহফুজা আক্তার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়া যাবে ২১ মে পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই করা হবে ২৩ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ মে। এর আগে গত মার্চ থেকে উপজেলায় চার দফা নির্বাচন সম্পন্ন করেছে ইসি। এর মধ্যে ১০ মার্চ সম্পন্ন হয়েছে সারাদেশে ৭৮ উপজেলায় নির্বাচন। দ্বিতীয় দফায় নির্বাচন অনুষ্ঠিত হয় গত ১৮ মার্চ। এই দফায় ১১৬ উপজেলায় ভোট নেয়া হয়। তৃতীয় দফায় ২৪ মার্চ অনুষ্ঠিত হয় ১১৭ উপজেলায় নির্বাচন। সর্বশেষ চতুর্থ দফায় ভোট নেয়া হয়েছে ৩১ মার্চ। এই দফায় সারাদেশে ১০৭ উপজেলায় ভোটগ্রহণ করা হয়। আইন অনুযায়ী উপজেলায় নির্বাচন দলীয় ভিত্তিতে অনুষ্ঠিত হবে। তবে গত চার দফায় নির্বাচন অনেকটা একতরফাভাবেই সম্পন্ন হয়েছে। অন্যতম বিরোধী রাজনৈতিক দল বিএনপি উপজেলা নির্বাচন বর্জন করায় ভোটার উপস্থিতি যেমন কম ছিল। তেমনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সঙ্গে দলটির বিদ্রোহী প্রার্থীরাই মূলত প্রতিদ্বন্দ্বিতায় ছিল। আইনে দলীয় ভিত্তিতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এবারে ভাইস চেয়ারম্যান পদে ভোট নেয়া হচ্ছে উন্মুক্তভাবে। ইসি জানিয়েছে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে আগামী ১৮ জুন ১৬ উপজেলায় ভোট হবে। ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে যেসব উপজেলায় ভোট হবে সেগুলোর মধ্যে রয়েছে শেরপুরের নকলা, নাটোরের নলডাঙ্গা, সিরাজগঞ্জের কামারখন্দ, গাইবান্ধার সুন্দরগঞ্জ, পটুয়াখালীর রাংগাবালী, বরগুনার তালতলী, গাজীপুর সদর, রাজবাড়ীর কালুখালী, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়ার বাঞ্ছারামপুর ও বিজয়নগর, কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ এবং নোয়াখালী সদর। ইসি জানিয়েছে আগের ধাপগুলোতে ৪১৮ উপজেলা পরিষদে ভোট অনুষ্ঠিত হয়েছে। ৪৬৫ উপজেলায় ভোটের তফসিল দিলেও বিভিন্ন কারণে ১৭টির ভোট স্থগিত হয়। বিএনপির একটি নারী আসনে ভোট ১৬ জুন ॥ এদিকে একাদশ জাতীয় নির্বাচনে বিএনপির বিজয়ী প্রার্থীরা শপথ নেয়ায় দলটির জন্য নির্ধারিত নারী আসনে ভোট হবে ১৬ জুন। ইসি জানিয়েছে তবে এই একটি নারী আসনে নির্বাচনের জন্য নতুন করে তফসিল দেয়া হচ্ছে না। ইসি কর্মকর্তারা জানান, যেহেতু তফসিলের কার্যক্রম সম্পন্ন হয়ে গেছে। এখন শুধু তাদের চিঠি দেয়া হবে। তারা যদি কারও নাম রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠান তাহলে সেই নারী নাম গেজেটভুক্ত করা হবে। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫০ সংরক্ষিত নারী আসনের মধ্যে ৪৯টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন প্রার্থীরা। অন্যদিকে বিএনপির পাঁচজন প্রার্থী শপথ নেয়ায় তারা বাকি একটি আসন পাবে। এ আসনে ভোটের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৬ জুন এই ভোট হবে। এ বিষয়ে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে একাদশ জাতীয় সংসদের ৪৯ সংরক্ষিত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পরিপ্রেক্ষিতে বিএনপির অনুকূলে বণ্টন করা অবশিষ্ট একটি সংরক্ষিত নারী আসনে নির্বাচন হবে। প্রজ্ঞাপনে বলা হয়, রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে আগামী ১৬ জুন সংরিক্ষত আসনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট হবে। এতে আর উল্লেখ করা হয়েছে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২০ মে, মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২১ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ মে এবং ভোটগ্রহণ হবে ১৬ জুন। এ বিষয়ে ইসি সচিব হেলালুদ্দীন সাংবাদিকদের বলেন, যেহেতু তারা পাঁচটি আসনের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছে, সেহেতু তারা একটি সংরক্ষিত নারী আসন পাবেন। আমরা তাদের চিঠি দিয়ে জানিয়ে দেব।
×