ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ আয়ারল্যান্ড ম্যাচ

প্রকাশিত: ০৯:২৬, ১০ মে ২০১৯

 বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ আয়ারল্যান্ড  ম্যাচ

স্পোর্টস রিপোর্টার ॥ আয়ারল্যান্ডের ডাবলিনে ত্রিদেশীয় সিরিজের প্রথম দুটি ম্যাচ ভালভাবেই সম্পন্ন হয়েছে। কিন্তু তৃতীয় ম্যাচে এসেই বৃষ্টি বাগড়া বসাল। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটিতেই বৃষ্টি খেলল। তাতে করে ম্যাচ হলো পরিত্যক্ত। দুই দলই সমান ২ পয়েন্ট করে পেয়ে গেল। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ। স্বাভাবিকভাবেই বাংলাদেশই ফেবারিট ছিল। জয়ের সম্ভাবনাও বাংলাদেশেরই ছিল। কিন্তু পূর্ণ পয়েন্ট নিয়ে বাংলাদেশ মাঠ ছাড়তে পারল না। বৃষ্টি এমনই ঝরতে থাকল যে মাঠে বলই গড়াতে পারল না। এমনকি টসই হতে পারল না। বাংলাদেশ সময় পৌনে চারটায় ম্যাচ শুরু হওয়ার কথা। ডাবলিনের ম্যালাহাইডের দ্য ভিলেজ মাঠে বৃহস্পতিবার বৃষ্টি এমনই খেলা দেখাল, সাড়ে তিন ঘণ্টা অপেক্ষা করার পরও যখন বল মাঠে গড়ানোর কোন আলামত মিলল না তখন আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন। শুরুতে এক ঘণ্টা পর ৪টা ৪৫ মিনিটে আম্পায়াররা মাঠ পরিদর্শনে যাওয়ার কথা থাকলেও তা করতে পারেননি। এরপর আরও আধ ঘণ্টা পর মাঠে নামার কথা থাকলেও বৃষ্টি নামতে দেয়নি। এভাবে চলতেই থাকে। সময় গড়াতে থাকে। বৃষ্টি পড়তে থাকে। খেলা অনিশ্চয়তায় যেতে থাকে। খেলা হলেও ওভার কমতে থাকে। কিন্তু খেলাই হলো না। বৃষ্টি হতে দিল না। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ১৯৬ রানের বড় ব্যবধানে হারিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ। তাতে বোনাস পয়েন্টসহ ৫ পয়েন্ট পায় ক্যারিবীয়রা। যে আয়ারল্যান্ডকে উড়িয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ, তাদের ৮ উইকেটে হারায় বাংলাদেশ। ৪ পয়েন্ট পায়। কিন্তু বোনাস পয়েন্ট অর্জন করতে পারেনি। বাংলাদেশ যে কতটা শক্তিশালী তাও বোঝা যায়। বৃহস্পতিবার আয়ারল্যান্ডকেও যে হারিয়ে দেবে বাংলাদেশ সেই সম্ভাবনা উজ্জ্বলই ছিল। কিন্তু বৃষ্টি ঝামেলা করল। এমনই ঝরতে থাকল, খেলাই হলো না। তাতে দুই দলই সমান পয়েন্ট পেল। পয়েন্ট তালিকায় এখন ৬ পয়েন্ট আছে বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের আছে ৫। বৃষ্টির জন্য আয়ারল্যান্ডও ২ পয়েন্ট পেয়ে গেল। যেখানে বাংলাদেশ জিতলে হতো কম করে হলেও ৮ পয়েন্ট, সেখানে ২ পয়েন্ট কম নিয়েই সন্তুষ্ট থাকতে হলো। বৃষ্টির সামনে যে ক্রিকেট খেলা অসহায়। ক্রিকেটাররাও অসহায়।
×