ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

অতালিকাভুক্ত কোম্পানি বিনিয়োগসীমা গণনা থেকে বাদ যাচ্ছে

প্রকাশিত: ০৮:৫৮, ১০ মে ২০১৯

 অতালিকাভুক্ত কোম্পানি বিনিয়োগসীমা গণনা থেকে বাদ যাচ্ছে

শেয়ারবাজারের চলমান তারল্য সঙ্কট কাটিয়ে তুলতে ব্যাংকের বিনিয়োগসীমাসহ অন্যান্য সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গবর্নর ফজলে কবির। যা আগামী ১ সপ্তাহের মধ্যে সমাধান করা হবে বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক সভায় গবর্নর এ আশ্বাস দিয়েছেন। এতে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেন ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মোঃ আসাদুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জানা গেছে, বিএসইসি চেয়ারম্যান শেয়ারবাজারের চলমান তারল্য সঙ্কটের কারণসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এক্ষেত্রে তিনি ব্যাংকের বিনিয়োগসীমা হিসাব থেকে অতালিকাভুক্ত কোম্পানির বিনিয়োগকে বাদ দেয়ার জন্য অনুরোধ করেন। এরই আলোকে গবর্নর বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন। একইসঙ্গে আগামী ১ সপ্তাহের মধ্যে সমাধান করবেন বলেও জানিয়েছেন। -অর্থনৈতিক রিপোর্টার
×