ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তারুণ আর অভিজ্ঞতার দারুণ সমন্বয় ভারতের এই দলে ॥ কপিল দেব

প্রকাশিত: ০৩:২৮, ৯ মে ২০১৯

তারুণ আর অভিজ্ঞতার দারুণ সমন্বয় ভারতের এই দলে ॥ কপিল দেব

অনলাইন ডেস্ক ॥ ১৯৮৩ সালে প্রথমবার বিশ্বকাপ শিরোপা জয়ে নেতৃত্ব দেওয়া কপিলের দৃঢ় বিশ্বাস, অন্যতম শক্তিশালী দল হিসেবে নকআউট খেলবে ভারত। তিনি বলেছেন, ‘তারুণ আর অভিজ্ঞতার দারুণ সমন্বয় ভারতের এই দলে। অন্য দলগুলোর চেয়ে অনেক অভিজ্ঞ তারা।’ তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে এবারের বিশ্বকাপ দলকে দারুণ ভারসাম্যপূর্ণ মনে করছেন কপিল দেব। বিশেষ করে মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলির ওপর আস্থা রাখছেন ভারতের বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক। ধোনি ও কোহলি এই আসরে দারুণ ভূমিকা রাখবেন প্রত্যাশা কপিলের, ‘দলে সঠিক ভারসাম্য আছে- চার ফাস্ট বোলার, তিন স্পিনার এবং তাদের আছে বিরাট কোহলি ও ধোনি। ভারতের জন্য সত্যিই অনেক ভালো কিছু করেছে ধোনি ও কোহলি। তারা দুজনেই অতুলনীয়।’ ভারতের অন্যতম সেরা ফাস্ট বোলিং অলরাউন্ডার এবারের বিশ্বকাপ দলের পেস আক্রমণ নিয়ে আশাবাদী। ২২৫ ওয়ানডেতে ২৫৩ উইকেট নেওয়া কপিল বলেছেন, ‘আমাদের চমৎকার চারজন ফাস্ট বোলার আছে। ইংলিশ কন্ডিশন তাদের বল সুইংয়ে সহায়তা করবে। তাছাড়া স্যামি (মোহাম্মদ) ও বুমরাহ (জসপ্রীত) ঘণ্টায় ১৪৫ কিলোমিটার গতিতে বল করে, সুইং ও গতিও আছে। এবারের বিশ্বকাপে ফেভারিট হিসেবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে ভারতের পাশে দেখছেন। আর ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডকে ডার্ক হর্স মানছেন কপিল, ‘আমি মনে করি ভারত নিঃসন্দেহে সেরা চারে থাকবে। এরপর হয়তো কঠিন হবে। সেমিফাইনালে ব্যক্তিগত ও দলীয় পারফরম্যান্স নির্ধারণ করবে কে সামনে এগোবে।’
×