ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খুশিতে কেঁদে দিয়েছিলেন টটেনহ্যাম কোচ

প্রকাশিত: ২৩:৫৬, ৯ মে ২০১৯

খুশিতে কেঁদে দিয়েছিলেন টটেনহ্যাম কোচ

অনলাইন ডেস্ক ॥ উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল প্রথম লেগে ঘরের মাঠে আয়াক্স আমস্টারডামের কাছে ১-০ গোলে হেরেছিল মাউরিসিও পচেত্তিনোর দল টটেনহ্যাম হটস্পার। ফিরতি লেগের প্রথমার্ধে তারা পিছিয়ে পড়েছিল ২-০ ব্যবধানে। সেখান থেকে ম্যাচে ফিরে ৩-৩ গোলে ড্র করে অ্যাওয়ে গোলের সুবাদে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে তারা। ম্যাচের অন্তিম মুহূর্তে (৯০+৬) টটেনহ্যামের লুকাস মোরা গোল করে ফাইনালে তোলেন দলকে। মোরার গোরের পর কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়েন কোচ পচেত্তিনো। ম্যাচ শেষ হলেও তার আবেগ কমছিল না। তাইতো কথা বলতে গিয়ে জড়িয়ে যাচ্ছিল, ‘এখনো আসলে কথা বলতে পারছি না। এমন মুহূর্তে আসলে কথা বলা কঠিন। আবেগ, অনুভূতি অসাধারণ। ফুটবলকে ধন্যবাদ দিতে চাই। এই ধরনের আবেগ, অনুভূতি ফুটবল ছাড়া আর কোথাও সম্ভব নয়। এটা ভাষায় প্রকাশ করা কঠিন।’ তার শিষ্যদের ‘নায়ক’ বলে আখ্যা দিয়েছেন তিনি, ‘আমার ছেলেরা সবাই হিরো। গেল বছর আমি সবাইকে বলেছিলাম যে এই গ্রুপের সবাই হিরো। দ্বিতীয়ার্ধে আজ তারা অসাধারণ খেলেছে। তাদের সকলকে ধন্যবাদ, যারা আমাদের উপর বিশ^াস রেখেছিল।’
×