ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শিল্পকলায় কাল পালাকারের ‘উজানে মৃত্যু’

প্রকাশিত: ১০:৪১, ৯ মে ২০১৯

শিল্পকলায় কাল পালাকারের ‘উজানে মৃত্যু’

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনে আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭-৩০মিনিটে পালাকার নাট্যদলের ‘উজানে মৃত্যু’ নাটকের মঞ্চায়ন হবে। সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত ‘উজানে মৃত্যু’ নাটকটি নির্দেশনা দিয়েছেন তরুণ নির্দেশক শামীম সাগর। ‘উজানে মৃত্যু’ সৈয়দ ওয়ালিউল্লাহ্’র সর্বশেষ নাটক। এই নাটকটি নিয়ে নাট্যকার শেষ বয়সে আক্ষেপ করে বলেছিলেন, আমার এতো ভাল নাটকটা কেউ করলো না। শামীম সাগরের নির্দেশনায় ‘পালাকার’ নাটকটি মঞ্চে এনেছে গত বছর। নাটকটি প্রসঙ্গে নির্দেশক শামীম সাগর বলেন মূলত: শিক্ষার্থী নাট্যকর্মীদের নিয়ে পালাকার স্টুডিও ভিত্তিক নাট্যকর্ম তৈরি করে নিয়মিতভাবে। শিক্ষার্থী অভিনেতারা সবসময় তাদের অভিনয় উৎকর্ষতা পুরোপুরি ফুটিয়ে তুলতে পারেন না বলে ভাল নাটকেও দল ও নির্দেশকের পক্ষ থেকে একটা আক্ষেপ থাকে। এটা সেরকমই একটি নাটক! তাই এই নাটকটি অভিজ্ঞ অভিনেতাদের নিয়ে কিছু প্রদর্শনী করার পরিকল্পনা আমরা নিয়েছি। এতে নবীন প্রবীনের পারস্পরিক বিনিময় ও নতুন শিক্ষা অভিজ্ঞতা হবে, তাতে কোনো সন্দেহ নেই। ‘উজানে মৃত্যু’ নাটকে য্ক্তু হয়েছেন তিনজন অভিজ্ঞ অভিনেতা আমিনুর রহমান মুকুল। থিয়েটার অঙ্গনে নির্দেশনা, নাট্যরচনা, অভিনয়ে সমান পারঙ্গম একজন থিয়েটারজন। ২৫ বছরের অধিককাল থিয়েটারের সাথে যুক্ত রয়েছেন। আরও আছেন বাবর খাদেমী। যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নাট্যকলায় স্নাতোকোত্তর করে গত ২০ বছর ধরে নিয়মিত নাট্যচর্চার সঙ্গে যুক্ত। আরেকজন হলেন কাজী ফয়সল । যিনি গত ১৮ বছর ধরে পালাকারের হয়ে প্রায় সবগুলো নাটকে অভিনয় করেছেন। একটি অভিনয় সমৃদ্ধ নাট্যসন্ধ্যা উপভোগ করতে চলে আসুন ছুটির দিন শুক্রবার। আপনাদের জন্য আমরা মঞ্চের আলো জ্বেলে অপেক্ষায় রইবো।
×