ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ ক্রিকেট ভাবনা

প্রকাশিত: ১০:৩৯, ৯ মে ২০১৯

 বিশ্বকাপ ক্রিকেট ভাবনা

বিশ্বকাপের দ্বাদশ আসর মাঠে গড়াতে বাকি আর মাত্র এক মাসের মতো। আগামী ৩০ মে থেকে শুরু হবে বিশ্ব ক্রিকেটের সেরা দশ দলের শ্রেষ্ঠত্বের মুকুট ছিনিয়ে নেয়ার লড়াই। সে লক্ষ্যে এরই মধ্যে অংশগ্রহণকারী সব দেশ জানিয়ে দিয়েছে নিজেদের বিশ্বকাপ স্কোয়াড। নিশ্চিত হয়ে গেছে ১০ দেশের কোন ১৫০ জন ক্রিকেটার লড়বেন মাঠে। এক্ষেত্রে বাংলাদেশ তার ব্যতিক্রম নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও চেষ্টা করেছে সেরা স্কোয়াড ঘোষণা করার। বর্তমান বাংলাদেশের ক্রিকেটীয় অবস্থা বেশ জোরালো। এমন কোন দেশ নেই যাদের আমরা পরাজিত করিনি। প্রায় ১ যুগ আগে আমাদের দলের অবস্থা লক্ষ্য করলে আমরা সহজেই অনুমেয় যে বাংলাদেশ কত রানে হারল বা কত উইকেটে হারল এমন খবরটাই শুনতে হতো। কিন্তু বর্তমানের চিত্র পুরোপুরি বিপরীত। কেননা গত এক দশক ধরে বাংলাদেশ ক্রিকেট দলের অনেক উন্নতি হয়েছে। এখন আমরা কেউ হতাশা নিয়ে ক্রিকেট খেলা দেখি না, আমরা জয়ের আশায় টিভি কিংবা মাঠে গিয়ে খেলা উপভোগ করি। বেশ কিছু বড় বড় টুর্নামেন্টে আমরা ফাইনাল খেলেছি যেমন, এশিয়া কাপেও পর পর তিনবার। চ্যাম্পিয়নস ট্রফিতে সেমিফাইনাল আবার এক বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলেছি। যার কারণে বাংলাদেশ ক্রিকেট দলের পজিশনও এগিয়ে আসছে। তাই সব মিলিয়ে বলতে পারি আমরা ক্রিকেটে ভাল অবস্থানে আছি তবে অনেক ভাল করতে হবে, সংগ্রাম করতে হবে এবং সুযোগ কাজে লাগাতে হবে। এবার আসি ২০১৯ সালে বিশ্বকাপ নিয়ে। আমরা কম-বেশি সবাই অবগত যে এই বিশ্বকাপে আমাদের দেশের হয়ে খেলবে তাদের মধ্যে চারজন ক্রিকেটার তিনটি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে এবং সাতজন এবার প্রথম বিশ্বকাপে খেলবে বলে আশা করা যাচ্ছে। এই প্রবীণ ও নবীনদের নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। কারণ দেশবাসীর প্রত্যাশা অনেক। মুখিয়ে আছে তাদের ভাল খেলা দেখার জন্য। আর এই সর্বোচ্চটা দিতে হলে অবশ্যই প্রয়োজন একটি ভাল পরিকল্পনার। কেননা পরিকল্পনামাফিক কাজ করতে না পারলে সাফল্য পাওয়া কঠিন। আবার পরিকল্পনার পাশাপাশি চাই চুলচেরা বিশ্লেষণ। একজন ক্রিকেটভক্ত হিসেবে মনে করি বাংলাদেশ দলের উচিত হবে তাদের কঠোর পরিশ্রম করা ও শতভাগ ফিটনেস ধরে রাখা। আমরা ঢাকা প্রিমিয়ার লীগে লক্ষ্য করেছি অনেকেই ভাল করেছে। মাশরাফি থাকা সত্ত্বেও মোশাদ্দেক হোসেন সৈকতকে দিয়ে আবাহনীর অধিনায়কের দায়িত্ব পালন করা হয়েছে, যেখানে তিনি শতভাগ সফলও হয়েছেন। যেটা তাকে পরবর্তীতে অনেক পজিটিভ ফলাফল দিবে বলে মনে করি। সেই সূত্র ধরেই বলতে চাই কে দলে জায়গা পেল আর কেন পেল না এসব অনেক বিষয় বিশ্লেষণ থাকে। সেটা নিয়ে ভাববার সময় আমাদের নেই। আমাদের ভাবতে হবে কিভাবে আমরা ভাল করতে পারব ও কোন প্রক্রিয়ায় এগিয়ে গেলে সাফল্য লাভ করতে পারব তা নিয়ে কাজ করা। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে
×