ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দেওয়ান সামছুর রহমান

পরিণত বাংলাদেশ দল

প্রকাশিত: ১০:৩৮, ৯ মে ২০১৯

 পরিণত  বাংলাদেশ দল

মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে আমরা পেয়েছি আমাদের স্বপ্নের স্বাধীন সোনার বাংলা-বাংলাদেশ। এটি ছিল বাঙালী জাতির সবচেয়ে বড় বিজয়। সেই বিজয়ী দেশে আমাদের যত অর্জন তার মধ্যে উল্লেখযোগ্য একটি অর্জন হলো ক্রিকেটে আজকের বাংলাদেশের অবস্থান। এক সময় বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় খেলা ছিল ক্রিকেট, হকি, দাবা ও শূটিং। সকল খেলাকে পেছনে ফেলে ক্রিকেট এগিয়ে গেছে এককভাবে। বর্তমানে ক্রিকেটই একমাত্র খেলা যেখানে আমরা বিশ^ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছি। শুধু স্বপ্নই নয় বাস্তবে পরিণত করার সামর্থ্য ও সুযোগ রয়েছে বাংলাদেশের। বিশ্বকাপ -২০১৯ এর জন্য নির্বাচিত বর্তমান ক্রিকেট টিমকে বলা হচ্ছে বাংলাদেশের এ যাবতকালের সবচেয়ে অভিজ্ঞ ও দক্ষ একটি দল। কেবল বাংলাদেশ প্রেক্ষিত নয়, বিশ্ব ক্রিকেটেও বাংলাদেশ একটি অভিজ্ঞ দল। ওয়ানডে ও টেস্ট স্ট্যাটাসের হিসাব করলে দেড় থেকে দুই যুগ পার করেছে বাংলাদেশ। সে মতে ক্রিকেট তারুণ্যে বাংলাদেশ। এ সময়ের মধ্যে বাংলাদেশ যতটুক ুএগিয়েছে তার জন্য অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য বাংলাদেশ সরকার, ক্রিকেট বোর্ড, কর্মকর্তা, কোচ, খেলোয়াড় ও এদেশের ক্রিকেটপাগল দর্শকদের। আমরা আবেগপ্রবণ জাতি। ক্রিকেট আমাদের কাঁধে কাঁধ মেলানোর সুযোগ করে দিয়েছে। ক্রিকেটের কল্যাণে আমরা আনন্দ অশ্রুতে ভেসেছি, কষ্টের বেদনা ভোগ করেছি। ক্রিকেটের কল্যাণেই আবার আমরা আনন্দ অশ্রুতে ভাসতে চাই। সামনে বিশ্বকাপ। ক্রিকেট এক গৌরবময় অনিশ্চিয়তার খেলা। এখানে অকল্পনীয়, অসম্ভব অনেক কিছু থাকতেই পারে। টাইগারদের বর্তমান যে অবস্থা, অভিজ্ঞতার যে সাফল্য তাতে বিশ্বকাপে সেমিতে খেলার টার্গেট পূরণ না হওয়ার কোন কারণ নেই, বরং আমরা স্বপ্নে, কল্পনায় দেখব এর চেয়েও বড় কিছুর। বাংলার দামাল ক্রিকেটারদের দ্বারা যে তা সম্ভব সেটি কেবল এদেশের আঠারো কোটি মানুষই শুধু বিশ্বাস করে তা নয়, বিশ্বাস করে ক্রিকেট বিশ্বও। এ দেশের নতুন প্রজন্ম এখন কেবল ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নই দেখে না, ক্রিকেটার হওয়ার স্বপ্নও দেখে। আর এ স্বপ্নের রাস্তা তৈরি করে দিয়েছে এ দেশের ক্রিকেট। ক্রিকেট এগুনোর এ চেয়ে বড় সাফল্য আর কী হতে পারে? যেহেতু ক্রিকেটের সঙ্গে মানুষের ভালবাসা মিশে আছে, ফলে ক্রিকেটে সাফল্য আসবেই। ক্রিকেটের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশের মাথা উঁচু হোক এ প্রত্যাশা দেশবাসীর। বিশ্বকাপে বিশ্বকাপ জয় করতে না পারুক, ক্রিকেটকে জয় করুক বাংলাদেশ। বিশ্ববাসী অবাক হয়ে দেখুক বাংলাদেশের ক্রিকেটের অগ্রযাত্রাকে। সোনারগাঁ, নারায়ণগঞ্জ থেকে
×