ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সুপ্রীমকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন রাহুল

প্রকাশিত: ১০:২৯, ৯ মে ২০১৯

 সুপ্রীমকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন  রাহুল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে ‘চৌকিদার চোর হ্যায়’- বলায় এবার সুপ্রীমকোর্টের কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বুধবার সুপ্রীমকোর্টে এ সংক্রান্ত মামলার শুনানিকালে আদালতে অতিরিক্তি হলফনামা জমা দিয়ে ক্ষমা চান তিনি। ওই হলফনামায় বলা হয়েছে, অনিচ্ছাকৃতভাবে রাফাল মামলার সঙ্গে ‘চৌকিদার চোর হ্যায়’ মন্তব্য জুড়ে দেয়া হয়েছিল। এর আগে গত ৩০ এপ্রিল ‘চৌকিদার চোর হ্যায়’ মন্তব্যের জন্য সুপ্রীমকোর্টে দুঃখ প্রকাশ করেন কংগ্রেস সভাপতি। সে সময় আদালতে রাহুলের দেয়া হলফনামায় তিনটি ভুল ছিল বলে জানান তার আইনজীবী অভিষেক মনু সিংভি। বুধবার ফের এই মামলার শুনানি হয়। এর আগে দুঃখ প্রকাশ করলেও ক্ষমা চাননি রাহুল। সুপ্রীমকোর্টের রায় নিয়ে বিতর্কিত মন্তব্য করায় রাহুল গান্ধীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ওঠে। সম্প্রতি রাফাল নথি নিয়ে একটি রায়ে সুপ্রীমকোর্ট জানিয়েছিল, ‘চুরি হওয়া’ রাফাল নথি বিচার প্রক্রিয়ায় গ্রাহ্য হবে। এই পরিপ্রেক্ষিতে রাহুল বলেন, সুপ্রীমকোর্টও স্পষ্ট করেছে চৌকিদার চোর। রাহুলের মন্তব্য আদালত অবমাননার শামিল বলে অভিযোগ করে বিজেপি। সুপ্রীমকোর্টে মামলা করেন বিজেপি সাংসদ মিনাক্ষী লেখি। এরপর রাহুলের মন্তব্যের ব্যাখ্যা চেয়ে নোটিস দেয় সুপ্রীমকোর্ট। -এনডিটিভি, পিটিআই ও ইন্ডিয়া টাইমস
×