ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ১০:১৯, ৯ মে ২০১৯

টুকরো খবর

সোনার বারসহ চীনা নাগরিক আটক স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে দুবাই থেকে আসা এক চীনা নাগরিকের কাছ থেকে উদ্ধার হয়েছে ২৪টি সোনার বার। বুধবার সকালে কাস্টমস কর্মকর্তারা অবৈধ স্বর্ণসহ এই বিদেশী নাগরিককে আটক করে। একটি চার্জার লাইটের ভেতরে করে এগুলো নিয়ে আসা হয়। জানা গেছে, বুধবার সকাল সোয়া সাতটার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। দুবাই থেকে আসা এ ফ্লাইটের যাত্রী ছিলেন চীনের গুয়াংজু প্রদেশের বাসিন্দা ফান রংগুই। তার সঙ্গে বহন করা একটি চার্জার লাইট স্ক্যান করে ধরা পড়ে স্বর্ণ। সেখান থেকে উদ্ধার হয় ২৪টি সোনার বার, যার ওজন প্রায় ২ কেজি ৮শ’ গ্রাম। কাস্টম কর্মকর্তা নুরউদ্দীন মিলন জানান, চীনের এ নাগরিক গত বছর থেকে এ পর্যন্ত বাংলাদেশে যাওয়া আসা করেছেন ৪৩ বার। তার এ ঘন ঘন যাতায়াত সন্দেহের উদ্রেক করে। চীনা নাগরিক রংগুই কোন আন্তর্জাতিক সংঘবদ্ধ চোরাচালানি চক্রের সদস্য কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৮ মে ॥ কলাপাড়া পৌরশহরের মাঝখান দিয়ে প্রবাহিত একমাত্র খালটির দুইপাড়ে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে বুধবার সকাল ১০টা থেকে অভিযানে নেমেছে পটুয়াখালী জেলা প্রশাসন। কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশ ও পটুয়াখালী জেলার নির্বাহী মেজিস্ট্রেট এফম মুনিম লিঙ্কন এ অভিযানের নেতৃত্ব দেন। ইতোমধ্যে দুপুর পর্যন্ত অন্তত ২০-২৫টি স্থাপনা অপসারণ করা হয়েছে বলে জানা গেছে। কলাপাড়া পৌর শহরের মাঝখান দিয়ে প্রবাহিত শহরবাসীর প্রাণ খ্যাত পারিবারিক বর্জ্যসহ শহরের জলাবদ্ধতা নিরসনের একমাত্র পথ এ খাল উদ্ধারের দাবি ছিল দীর্ঘদিনের। যার পরিপ্রেক্ষিতে প্রাথমিক পর্যায়ে উপজেলা ভূমি প্রশাসন রহমতপুর প্রান্ত থেকে এ উচ্ছেদ অভিযান শুরু করেন। বুধবার তালিকাভুক্ত ৭৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদের টার্গেট নিয়ে অভিযান পারিচালিত হচ্ছে বলে সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশ জানিয়েছেন। পৌর শহরের তিনমুখী প্রবাহিত এ খালটিতে অন্তত দুই শ’ অবৈধ স্থাপনা রয়েছে বলে পরিবেশবাদীদের দাবি। ভূমি প্রশাসন ইতোমধ্যে এতিমখানা পুল পর্যন্ত ৭৮টি স্থাপনা উচ্ছেদের জন্য তালিকা প্রস্তুত করে সরিয়ে নেয়ার জন্য নোটিস করেছেন। স্বেচ্ছায় স্থাপনার মালিকরা এসব অবৈধ স্থাপনা সরিয়ে না নেয়ায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার নিজে উপস্থিত থেকে অভিযানের কার্যক্রম মনিটরিং করছেন। পানিতে ডুবে শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৮ মে ॥ বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের নারায়ণপাশা গ্রামে বুধবার সকাল নয়টার দিকে পানিতে ডুবে আবু সুফিয়ান (৩) নামে এক শিশু মারা গেছে। তার বাবার নাম মামুন হাওলাদার । জানা গেছে, ঘটনার দিন সকালে উঠানে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পাশের বাড়ির লোকজন শিশু সুফিয়ানকে পুকুরে ভাসতে দেখে ডাক চিৎকার দেয়। একপর্যায়ে তাকে উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কোচিং সেন্টার সিল স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সরকারী নির্দেশনা অমান্য করে পাঠদান অব্যাহত রাখায় চট্টগ্রাম নগরীর একটি কোচিং সেন্টার সিলগালা করা হয়েছে। খুলশী থানার নাসিরাবাদ এলাকায় অবস্থিত ‘এ্যাডমিশন প্লাস’ নামের কোচিং সেন্টারটি বুধবার সিলগালা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব হোসেন। জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, এইচএসসি পরীক্ষা চলাকালে সারাদেশে কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা রয়েছে সরকারীভাবে। কিন্তু নগরীর এমইএস কলেজের পাশে অবস্থিত এই সেন্টারটি সেই নির্দেশনা উপেক্ষা করে পাঠদান চালিয়ে আসছিল। ভ্রাম্যমাণ আদালত কোচিং সেন্টারটি সিলগালা করে দেয়।
×