ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কমিটির হস্তক্ষেপ ফল বিপর্যয়ের কারণ

প্রকাশিত: ১০:১৫, ৯ মে ২০১৯

 কমিটির হস্তক্ষেপ  ফল বিপর্যয়ের  কারণ

সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ, ৮ মে ॥ উপজেলার কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়ে সদ্য ঘোষিত এসএসসির ফলে বিপর্যয় দেখা দিয়েছে। বোর্ডের পাসের হারের তুলনায় এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাসের হার একেবারে নগণ্য। প্রতিষ্ঠান প্রধানরা বলছেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় প্রভাবশালীদের চাপে অনুত্তীর্ণদের পরীক্ষা দেয়ার সুযোগ করে দেয়া এই বিপর্যয়ের জন্য দায়ী। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোকন উদ্দিন আহম্মেদ প্রধান শিক্ষকদের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন। তিনি বলেন, যদি বাছাই পরীক্ষায় শুধু উত্তীর্ণদের অংশগ্রহণের সুযোগ দেয়া যেত তাহলে এই বিপর্যয় হতো না। তাছাড়া এ বছর এসএসসি পরীক্ষায় কোন প্রশ্নপত্র আউট হয়নি। ছিল না কোন নকলের ব্যবস্থা। তবে আগামীতে ফল আরও ভাল হবে বলে তিনি মনে করেন। এই উপজেলায় সবচেয়ে হতাশাজনক ফল করেছে পৌর মহল্লায় অবস্থিত আচারগাঁও উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ে ১শ ৪১ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে মাত্র ৩৯ জন। তাদের পাসের হার ১৯%। ফল বিপর্যয়ের কারণ জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক জানায়, তার বিদ্যালয়ে বাছাই পরীক্ষায় ১৪১ জনের মধ্যে ৩৯ উত্তীর্ণ হয়েছে। কিন্তু বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, স্থানীয় কাউন্সিলর ও সদস্যবৃন্দ চাপ প্রয়োগ করে সবাইকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দিয়েছে। এছাড়াও পরীক্ষার্থীরা আন্দোলন করে বিদ্যালয়ের দরজা জানালা ভেঙ্গে চাপ প্রয়োগ করে। এই অবস্থায় তারা অকৃতকার্য হবে এটাই স্বাভাবিক। ফল বিপর্যয়ের এই চিত্র উপজেলায় আনোয়ার হোসেন উচ্চ বিদ্যালয়, চর উত্তরবন্দ ও দেউলডাংরা ভূইয়াবাড়িসহ আরও প্রায় ১৫টি বিদ্যালয়ে। ইমাম হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন ফকির বলেন, নির্বাচনী পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারেনি কমিটির সদস্যদের চাপে তাদেরও এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয়েছে। তাই ফল খারাপ হয়েছে। এদিকে ৯০% ভাগ পাস করেছে উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার দূরে অবস্থিত মুশুলী বালিকা উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম ভূইয়া বলেন, শিক্ষকদের পরিশ্রমের কারণেই ফল ভাল হয়েছে। তাঁর বিদ্যালয়ে কোন অনুত্তীর্ণকে চূড়ান্ত পরীক্ষায় অংশনিতে সুযোগ দেয়া হয়নি। তাই ভাল ফল করেছে।
×