ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মজুরি বকেয়া রেখে গার্মেন্টস বন্ধ ॥ প্রতিবাদ

প্রকাশিত: ১০:১৫, ৯ মে ২০১৯

 মজুরি বকেয়া রেখে গার্মেন্টস  বন্ধ ॥ প্রতিবাদ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বেতন ভাতা পরিশোধ না করে একটি পোশাক কারখানা বন্ধ করে দিয়েছে মালিক পক্ষ। আর বকেয়া বেতন, ওভার টাইম মজুরি ও ছাঁটাইয়ের প্রতিবাদে বিজিএমইএ ভবনের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেছে শ্রমিকরা। বুধবার সকালে শ্রমিকদের এ কর্মসূচী শুরু হয়। জানা গেছে, সানম্যান গ্রুপের আওতাধীন গোল্ডেন হরিজন গার্মেন্টসের ১৩শ শ্রমিক এ কর্মসূচীতে যোগ দেয়। শ্রমিকদের অভিযোগ, গত ফেব্রুয়ারি থেকে কর্মকর্তাদের এবং মার্চ থেকে শ্রমিকদের বেতন বন্ধ এ গার্মেন্টসে। ২৭ এপ্রিল রাতে বন্ধ করে দেয়া হয় কারখানা। তবে একটি নোটিসে ৩০ এপ্রিল কারখানা খুলে দেয়ার কথাও জানানো হয়। নোটিস অনুযায়ী শ্রমিক কর্মকর্তারা কারখানায় গিয়ে দেখতে পান আরেকটি নোটিস। এতে বলা হয়, ৬ মে কারখানা খোলা হবে। কিন্তু এ দিন গিয়ে দেখা যায় গেটে তালা। শুধু তাই নয়, একটি নোটিসে সরাসরি জানিয়ে দেয়া হয় এ কারখানা আর চালু করা হবে না। চট্টগ্রাম নগরীর কোতোয়ালি মোড় এলাকায় কারখানাটির প্রধান কার্যালয়। সেখানে শ্রমিকরা গেলে প্রতিষ্ঠানটির পরিচালক (অর্থ) এবং অন্য কর্মকর্তারা বকেয়া পাওনা পরিশোধের ব্যবস্থা হচ্ছে এমন আশ্বাস দিয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে যান। এরপর থেকে বেতনের ব্যাপারে আর কোন ইতিবাচক পদক্ষেপ পাওয়া যায়নি। এ অবস্থায় শ্রমিকরা বিজিএমইএ ভবনের সামনে অবস্থান কর্মসূচীতে যেতে বাধ্য হয়। সিএমপির সিনিয়র সহকারী কমিশনার (বায়েজিদ জোন) পরিত্রাণ তালুকদার জানান, বকেয়া বেতন, ওভার টাইমের মূল্য, শ্রমিক ছাঁটাই এবং কারখানা বন্ধের প্রতিবাদে এ অবস্থান ধর্মঘট শুরু করেছে শ্রমিকরা। তবে কর্মসূচী শান্তিপূর্ণ।
×