ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভুল চিকিৎসায় মৃত্যুর সঙ্গে লড়ছে শিশু ফারজানা

প্রকাশিত: ১০:১৩, ৯ মে ২০১৯

 ভুল চিকিৎসায়  মৃত্যুর সঙ্গে  লড়ছে শিশু  ফারজানা

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ ভুল চিকিৎসায় মৃত্যুর পথে ফারজানা (৬) নামের এক শিশু শিক্ষার্থী। অপারেশনের আগে একটি ইনজেকশন দেয়ায় হার্টএটাক করে শিশু ফারজানার। গত দুদিন ধরে শঙ্কার মধ্যে চলছে ফারজানার জীবন। আর এই ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে শহরের বেসরকারী বুশরা হাসপাতাল কর্তৃপক্ষ ও সাতক্ষীরা মেডিক্যাল কলেজের ডাঃ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। শিশুটি বর্তমানে স্থানীয় বেসরকারী একটি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি আছে। ফারজানা সাতক্ষীরার দেবহাটা উপজেলার নলতা নওয়াপাড়া গ্রামের মোঃ রফিকুল ইসলামের মেয়ে। সে স্থানীয় নলতা নওয়াপাড়া সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থী। ফারজানার পিতা মোঃ রফিকুল ইসলাম জানান, তিনি মেয়েকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান সোমবার সকালে। সেখানে ডাঃ জাহিদুল ইসলামকে দেখানোর পর তার সহকারী মোঃ শরীফ তার মেয়েকে নিয়ে শহরের বেসরকারী বুশরা হাসপাতালে যেতে বলেন। ডাঃ জাহিদুলের প্রেসক্রিপসন নিয়ে ফারজানার পিতা বুশরা হাসপাতালে মেয়েকে ভর্তি করেন কানের টিউমার অপারেশনের জন্য। টিউমার অপারেশনের জন্য মেয়েকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। অপারেশনের আগে মেয়েকে একটি ইনজেকশন দেয় হাসপাতালের ওটি বিভাগের কর্মীরা। এই ইনজেকশন দেয়ার পরই মেয়েটির হার্টএ্যাটাক হয়। তাকে আইসিইউ সাপোর্ট দেয়া হলেও তার অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। পরে তাকে শহরের অপর একটি বেসরকারী হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। আইসিইউতে কর্তব্যরত চিকিৎসক জানান, ফারজানার অবস্থা আশঙ্কাজনক।
×