ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২২ মাসেও সংস্কার হয়নি ধামুড়া বন্দর ব্রিজ

প্রকাশিত: ১০:১২, ৯ মে ২০১৯

 ২২ মাসেও সংস্কার  হয়নি ধামুড়া  বন্দর ব্রিজ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মালবাহী ট্রলারের ধাক্কায় ভেঙ্গে পড়া জেলার উজিরপুর উপজেলার ধামুড়া বন্দরের ব্রিজটি ২২ মাসেও সংস্কার হয়নি। ফলে প্রতিদিন বন্দরে যাতায়াতের কয়েক হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সূত্র মতে, ২০১৭ সালের ৪ জুলাই ইট বোঝাই একটি ট্রলারের ধাক্কায় ব্রিজটির মধ্যের বড় অংশ ভেঙ্গে পড়ে যায়। সেই থেকে অদ্যাবধি ব্রিজের ওপর দিয়ে সড়ক যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে। ধামুড়া বন্দরের প্রধান সড়কে ব্রিজটির অবস্থান হওয়ায় সাধারণ পথচারীদের চেয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ওই বন্দরের কয়েকশ ব্যবসায়ী। জানা গেছে, উজিরপুর ভায়া ধামুড়া-গৌরনদী খালের ওপর ধামুড়া মাছ বাজার সংলগ্ন ১২০ ফুট দৈর্ঘ্য লোহার ব্রিজটি নির্মাণ করা হয়। পরবর্তীতে ২০১০ সালে ব্রিজটি সংস্কার করা হয়। ধামুড়া বন্দরের ব্যবসায়ী সেলিম মিয়া বলেন, ধামুড়া বন্দরের প্রধান ব্রিজটি ভেঙ্গে পড়ার পর থেকে অদ্যাবধি বন্দরের ব্যবসায়ীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে। ওই ব্রিজটি দিয়ে চারটি ইউনিয়নের প্রায় লাখো মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা চলাচল করত। ব্রিজটি ভেঙ্গে পড়ার পর থেকে ওইসব মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় শোলক ইউনিয়নের চেয়ারম্যান কাজী হুমাউন কবির বলেন, ব্রিজটির কারণে জনসাধারণ থেকে শুরু করে বন্দরের ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই জরুরী ভিত্তিতে ব্রিজটি নির্মাণ কিংবা সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের একাধিকবার তাগিদ দেয়া হয়েছে। উজিরপুর উপজেলা নির্বাহী প্রকৌশলী মোঃ ইউনুস আলী জানান, ভেঙ্গে পড়া ব্রিজটি মেরামতের জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে, খুব দ্রুতই ব্রিজটির কাজ শুরু করা হবে।
×